চণ্ডীগড়, 26 জানুয়ারি:আজ কি আদৌ সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন নভজ্যোত সিং সিধু ? এই নিয়ে জোর জল্পনা চলছিল তাঁর অনুরাগীদের মধ্যে ৷ তবে সেই জল্পনার অবসান ঘটালেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু (Navjot Kaur Sidhu)৷ তিনি জানিয়ে দিলেন যে, আজ মুক্তি পাচ্ছেন না প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন সিধুর স্ত্রী (Navjot Singh Sidhu Not Released Today)৷
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু ৷ তিনি তীব্র কটাক্ষের সুরে টুইটে লিখেছেন যে, "নভজ্যোত সিং সিধু হিংস্র পশুর ক্যাটাগরিতে পড়েন ৷ তাই সরকার চায় না 75তম স্বাধীনতায় তিনি স্বস্তি পান ৷ তাই সিধুর থেকে দূরে থাকুন ।"
গতকাল সিধুর স্ত্রী একটি রোডম্যাপ প্রকাশ করেছিলেন ৷ তারপরই পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিং সিধুর মুক্তি নিয়ে তীব্র জল্পনার সৃষ্টি হয় বুধবার ৷ নভজ্যোত সিধু ফেসবুকে তাঁর মুক্তির জন্য একটি রোডম্যাপ প্রকাশ করেছিলেন । রোডম্যাপ প্রকাশ করার সময় লেখা হয় যে, "জনপ্রিয় নেতা নভজ্যোত সিধুকে স্বাগত জানাতে নির্দিষ্ট জায়গায় জড়ো হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে ।"