লখিমপুর খেরি, 9 অক্টোবর : অনশন ভাঙলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (MoS Home) অজয় মিশ্র টেনির (Ajay Mishra Teni) ছেলে আশিস মিশ্র লখিমপুরে পুলিশ লাইনে আসার পর তিনি এই সিদ্ধান্ত দেন ৷
শুক্রবার লখিমপুরের হিংসায় মৃত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ি যান সিধু ৷ কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ সেখানে গিয়ে তিনি জানান, যতক্ষণ না কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হচ্ছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ তিনি অনশন চালাবেন ৷ এরপরেই তিনি ওই সাংবাদিকের বাড়িতে অনশনে বসে পড়েন ৷ এদিন প্রথমে, লখিমপুর পৌঁছে লখিমপুরের ঘটনায় মৃত লভপ্রীত নামে এক কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন সিধু ৷