পশ্চিমবঙ্গ

west bengal

Navjot Singh Sidhu : ধর্মগ্রন্থের পবিত্রতা হরণকারী দোষীদের প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া উচিত, মন্তব্য সিধুর

By

Published : Dec 21, 2021, 7:29 AM IST

শনি ও রবিবার দু'টি ভিন্ন ঘটনায় দুই ব্যক্তিকে শিখ ধর্মগ্রন্থ অপমান করার অভিযোগে পিটিয়ে মারা হয়েছে ৷ এর পরিপ্রেক্ষিতে পঞ্জাব কংগ্রেসের প্রধান সিধু বলেন, যে ধর্মগ্রন্থই হোক না, তাকে অশ্রদ্ধা করলে দোষীকে সর্বোচ্চ সাজা দেওয়া উচিত (Navjot Singh Sidhu demands public execution for those accused of desecrating religious texts) ৷

Navjot Singh Sidhu
নভজ্যোৎ সিং সিধু

চণ্ডীগড়, 21 ডিসেম্বর : ধর্মগ্রন্থের পবিত্রতা নষ্ট করবে যারা, তাদের জনসমক্ষে ঝুলিয়ে দেওয়ার দাবি জানালেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu demands public execution for those accused of desecrating religious texts) ৷ গত সপ্তাহের শনি ও রবিবার অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple in Amritsar) এবং কাপুরথালায় দু'টি ভিন্ন ঘটনায় শিখ ধর্মগ্রন্থকে অপমান করার অভিযোগে দুই অভিযুক্তকে পিটিয়ে মারা হয় ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

রবিবার মালেরকোটলার (Malerkotla) একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় পঞ্জাব কংগ্রেসের প্রধান (Punjab Congress Chief) সিধু অভিযোগ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করতে ষড়যন্ত্র চলছে ৷ তিনি বলেন, "পঞ্জাবের শান্তি বিঘ্নিত করার চক্রান্ত শুরু হয়েছে ৷ কোরান শরিফ বা ভগবত গীতা অথবা গুরু গ্রন্থ সাহিব, যে ধর্মগ্রন্থই হোক না কেন, যেখানেই তার পবিত্রতা হরণের চেষ্টা করা হবে, সেখানেই দোষীকে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া উচিত ৷ এটাই সর্বোচ্চ সাংবিধানিক শাস্তি (given biggest Constitutional punishment) ৷"

আরও পড়ুন : Desecrate Golden Temple: স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা, গণপিটুনিতে মৃত যুবক

18 ডিসেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরে শিখ ধর্মগ্রন্থকে অবমাননা করার অভিযোগে ক্ষুব্ধ ভক্তরা একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে ৷ ঘটনাটি ঘটে বিকেলে প্রার্থনার সময় ৷ জানা গিয়েছে, অভিযুক্ত সেই সময় শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে ঘিরে রাখা রেলিংয়ের উপর ঝাঁপিয়ে তলোয়ার দিয়ে সেটি স্পর্শ করার চেষ্টা করেছিল ৷ গণপিটুনিতে সেখানেই সে মারা যায় ৷ অন্যদিকে রবিবার পঞ্জাবের কাপুরথালা জেলার নিজামপুরে (Nizampur in Punjab's Kapurthala) গ্রামের গুরুদ্বারায় 'নিশান্ত সাহিব'কে (Nishan Sahib) অপমান করার অভিযোগ ওঠে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ৷ স্থানীয়রা তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ অভিযুক্ত মারা গিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এই মারধরের ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details