পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের 160তম জন্মবার্ষিকী, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের - National Youth Day

আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ৷ 1863 সালের এই দিনে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি ৷ বাবা-মা তাঁর নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ দত্ত (Swami Vivekananda) ৷

Swami Vivekananda
স্বামী বিবেকানন্দ

By

Published : Jan 12, 2023, 7:55 AM IST

Updated : Jan 12, 2023, 11:37 AM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি: আজ স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী ৷ এদিন দেশজুড়ে 'জাতীয় যুব দিবস' পালিত হয় ৷ বুধবার স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, আজ কর্ণাটকের হুব্বালিতে তিনি 26তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন ৷ স্বামীজির জন্মদিনে টুইট করেছেন শুভেন্দু অধিকারী, জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধি ৷

রাষ্ট্রপতি (Smt Droupadi Murmu) টুইটে লেখেন, "স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধা রইল ! কিংবদন্তি এই ব্যক্তিত্বের মধ্যে আধ্যাত্মিকতা এবং দেশাত্মবোধের মিশেল ছিল ৷ তিনি দুনিয়ায় ভারতের মূল্যবোধ প্রচার করেছেন ৷ তাঁর জীবন এবং শিক্ষা এখনও তরুণদের আরও বড় লক্ষ্যে পৌঁছতে অনুপ্রাণিত করে যাচ্ছে ৷ স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে সাদর প্রণাম ৷ তাঁর জীবন রাষ্ট্রভক্তি, আধ্যাত্মিকতা আর কর্মঠ ছিল ৷ তাঁর মহান বিচার এবং আদর্শ দেশবাসীকে পথ দেখাবে ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Shri Narendra Modi) টুইটে লেখেন, "12 জানুয়ারি, বিকেল 4টের সময় কর্ণাটকের হুব্বালি থেকে জাতীয় যুব উৎসবের সূচনা হবে ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিবসে 'জাতীয় যুব দিবস'-এর (National Youth Day) এই অনুষ্ঠান হয়ে থাকে ৷ তাঁর আদর্শ, শিক্ষা, অবদানকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান ৷"

শুভেন্দু অধিকারী টুইট করেন, "'ওঠো, জাগো এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারছ, ততক্ষণ থেমো না- স্বামী বিবেকানন্দ' ৷ শিক্ষা, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতার বিষয়ে স্বামী বিবেকানন্দের আদর্শ সর্বযুগে প্রাসঙ্গিক থাকবে এবং ভারতের তরুণদের অনুপ্রাণিত করবে ৷"

আরও পড়ুন: 13 জানুয়ারি বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজের উদ্বোধনে মোদি, জুড়বে দুই বাংলা

প্রতিভাবান তরুণদের সুযোগ দিতে প্রতি বছর এদিন যুব উৎসব হয় ৷ এতে একটি সাধারণ মঞ্চে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর অনুপ্রেরণায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈচিত্র্যময় সংস্কৃতির মিলন হয় ৷ এবছর উৎসব হবে 12-16 জানুয়ারি কর্ণাটকের হুব্বালি-ধারওয়াড়ে (Hubballi-Dharwad in Karnataka) ৷ 2023 সালের যুব উৎসবের থিম 'বিকশিত যুব- বিকশিত ভারত' (Viksit Yuva - Viksit Bharat) ৷ এই উৎসবের সঙ্গেই চলছে জি-20 সভাপতিত্বের বিভিন্ন অনুষ্ঠান ৷

Last Updated : Jan 12, 2023, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details