নয়াদিল্লি, 12 জানুয়ারি: আজ স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী ৷ এদিন দেশজুড়ে 'জাতীয় যুব দিবস' পালিত হয় ৷ বুধবার স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, আজ কর্ণাটকের হুব্বালিতে তিনি 26তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন ৷ স্বামীজির জন্মদিনে টুইট করেছেন শুভেন্দু অধিকারী, জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধি ৷
রাষ্ট্রপতি (Smt Droupadi Murmu) টুইটে লেখেন, "স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধা রইল ! কিংবদন্তি এই ব্যক্তিত্বের মধ্যে আধ্যাত্মিকতা এবং দেশাত্মবোধের মিশেল ছিল ৷ তিনি দুনিয়ায় ভারতের মূল্যবোধ প্রচার করেছেন ৷ তাঁর জীবন এবং শিক্ষা এখনও তরুণদের আরও বড় লক্ষ্যে পৌঁছতে অনুপ্রাণিত করে যাচ্ছে ৷ স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে সাদর প্রণাম ৷ তাঁর জীবন রাষ্ট্রভক্তি, আধ্যাত্মিকতা আর কর্মঠ ছিল ৷ তাঁর মহান বিচার এবং আদর্শ দেশবাসীকে পথ দেখাবে ৷"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Shri Narendra Modi) টুইটে লেখেন, "12 জানুয়ারি, বিকেল 4টের সময় কর্ণাটকের হুব্বালি থেকে জাতীয় যুব উৎসবের সূচনা হবে ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিবসে 'জাতীয় যুব দিবস'-এর (National Youth Day) এই অনুষ্ঠান হয়ে থাকে ৷ তাঁর আদর্শ, শিক্ষা, অবদানকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান ৷"