পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

National Reading Day 2023: আজ জাতীয় পঠন দিবস ! জেনে নিন দিনটির প্রতিপাদ্য - 19 জুন

প্যানিকার যিনি কেরলের গ্রন্থাগার ও সাক্ষরতা আন্দোলনের জনক ছিলেন ৷ তিনি 19 জুন মারা যান ৷ তাঁর কথা স্মরণ করেই 19 জুন জাতীয় পঠন দিবস পালণ করা হয় ৷

National Reading Day 2023 News
আজ জাতীয় পঠন দিবস

By

Published : Jun 19, 2023, 6:16 AM IST

Updated : Jun 19, 2023, 10:28 AM IST

হায়দরাবাদ: পিএন এর অবদানকে সম্মান জানাতে প্রতি বছর 19 জুন জাতীয় পঠন দিবস পালন করা হয় । ভারতে পড়ার প্রতিশ্রুতি বিকাশে এই দিবস পালন করা হয় ৷ প্যানিকারকে কেরলের গ্রন্থাগার ও সাক্ষরতা আন্দোলনের জনক বলা হয় । তিনি 1995 সালের 19 জুন মারা যান । 1996 সাল থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দিনটিকে জাতীয় পঠন দিবস হিসেবে পালন করা শুরু হয় ।

পুথুভাইল নারায়ণ প্যানিকার কেরলের গ্রন্থাগার আন্দোলনের জনক হিসাবে পরিচিত । কেরলের শিক্ষা মন্ত্রক 19 থেকে 25 জুনের মধ্যে জন্য পঠন সপ্তাহ পালন করার কথা বলেন ।

1926 সালে প্যানিকার যিনি তার নিজ শহরে একজন শিক্ষক হিসাবে কাজ করেছিলেন ৷ তিনি সানাদানা দালমান লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন । 1945 সালে 20 বছর পরে তিনি তিরুভিথামকুর গ্রন্থশালা সংঘমের মাধ্যমে ত্রাভাঙ্কোর লাইব্রেরি অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন যা 47টি স্থানীয় গ্রন্থাগার নিয়ে গঠিত । স্থানীয় শিক্ষা ও পাঠের গুরুত্বের ওপর জোর দেওয়া ছিল এই লাইব্রেরিগুলি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ।

1956 সালে যখন কেরল রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন সমিতি হয়ে ওঠে কেরল গ্রন্থশালা সংঘম । প্যানিকার তার নেটওয়ার্কে প্রায় 6,000 লাইব্রেরি আনতে সক্ষম হন । প্যানিকার 1977 সালে রাজ্য সরকার এটি গ্রহণ করার আগে 32 বছর এর সাধারণ সম্পাদক ছিলেন । তারপর এটি কেরল রাজ্য গ্রন্থাগার পরিষদে পরিণত হয় ৷ যা গণতান্ত্রিক কাঠামো এবং তহবিল অন্তর্ভুক্ত করা হয় । এই প্রতিষ্ঠা চালু হওয়ার পর একটি মিশন গঠন করা হয় ৷ কেরলের গ্রামীণ এলাকা গুলিতে সাক্ষরতার মানকে উন্নত করা হয়েছে ৷

জাতীয় পঠন দিবস উদযাপনের উদ্দেশ্য হল মানুষকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করা । কেরলে 100% সাক্ষরতার হারে তাঁর অসাধারণ অবদানের স্মরণে এই দিনটি পালিত হয় । এছাড়াও এই দিনে সারাদেশের স্কুলগুলি তাদের নিজস্ব পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে । এই দিনটির দ্বারা অনুপ্রাণিত হয়ে বাচ্চাদের অধ্যয়ন এবং ধ্যান করতে অনুপ্রাণিত করা হয় ৷

আরও পড়ুন:আয়ুর্বেদেও সম্ভব ম্যালেরিয়া ও অন্যান্য ভেক্টর বাহিত রোগের চিকিৎসা, বলছেন চিকিৎসেরা

Last Updated : Jun 19, 2023, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details