পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIA Foils ISIS Terror Plan: রামমন্দির, একাধিক নেতার উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল আইএস জঙ্গিদের; এনআইএ - এনআইএ

26/11 এর থেকেও বড় মাপের জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা ছিল আইএস জঙ্গিদের ৷ দাবি এনআইএ'র ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 10:26 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর: চাঞ্চল্যকর দাবি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র ৷ সোমবার দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ ৷ তাদের জেরা করে মঙ্গলবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাটির তরফে দাবি করা হয়েছে, অযোধ্যার নির্মীয়মান রামমন্দিরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল এই জঙ্গিরা ৷ তদন্তকারীদের দাবি, রামমন্দির-সহ দেশের আরও কয়েকটি জায়গা ও রাজনীতিবিদরা ছিলেন এই আইএস জঙ্গিদের টার্গেট লিস্টে ৷ দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার কয়েকজন নেতাকে তারা খুনের ছক কষেছিল ৷ এনআইএ-এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ধৃত তিন জঙ্গির মধ্যে একজনের নাম মহম্মদ শাহনাওয়াজ, সে এনআইএ'র মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল ৷ ধৃত এই তিন জনের নামে তথ্য দিলে গত মাসে 3 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিল এনআইএ ৷

এনআইএ তদন্তকারীদের দাবি,পাকিস্তানে বসে থাকা তাদের মাথাদের থেকে নির্দেশ পাচ্ছিল এই জঙ্গিরা ৷ দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে বড় হামলার ছক কষেছিল এই জঙ্গিরা ৷ 2008 মুম্বই হামলা অর্থাৎ 26/11 এর থেকেও বড় হামলার পরিকল্পনা ছিল আইএস জঙ্গিদের ৷ চলতি সপ্তাহেই নয়াদিল্লিতে বসতে চলেছে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির বিশেষ সম্মেলন ৷ এনআইএ'র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দেওয়ার কথা র, আইবি-সহ দেশের বিভিন্ন রাজ্যের ডিজিপি ৷ বৃহস্পতি ও শুক্রবার 2 দিন ধরে চলবে এই সম্মেলন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধন করার কথা এই সম্মেলনের ৷ ঠিক তার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই 3 আইএস জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ ৷ জঙ্গি দমনের বিষয়টি এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ৷

আরও পড়ুন:দিল্লি পুলিশের জালে সন্দেহভাজন আইএস জঙ্গি শাহনওয়াজ

জানা গিয়েছে, ধৃত 3 জঙ্গিই ইঞ্জিনিয়ারিং পাস এবং বোমা তৈরিতে প্রশিক্ষিত ৷ এনআইএ ছাড়াও দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলিও তাদের জেরা করতে পারে ৷ ধৃতদের মধ্যে শাহনাওয়াজকে গ্রেফতার করা হয় দিল্লি থেকে, রিজওয়ান ও আশরাফকে ধরা হয় লখনউ ও মোরাদাবাদ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details