পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi at ED Office: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ ইডি-র

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Rahul Gandhi Reaches ED Office Following Protest March) ৷ বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় রাহুল গান্ধিকে তলব করেছিল ইডি ৷ এ দিন এআইসিসি দফতর থেকে কংগ্রেস কর্মীদের সঙ্গে মিছিল করে ইডি অফিসে হাজিরা দিতে যান তিনি ৷

Rahul Gandhi Reaches ED Office Following Protest March
Rahul Gandhi Reaches ED Office Following Protest March

By

Published : Jun 13, 2022, 3:03 PM IST

নয়াদিল্লি, 13 জুন : এআইসিসি দফতর থেকে মিছিল করে ইডি অফিসে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Rahul Gandhi Reaches ED Office Following Protest March) ৷ আর তার প্রতিবাদে এআইসিসি দফতর থেকে রাহুলের সঙ্গে মিছিল করে কয়েক হাজার কংগ্রেস কর্মী ইডি অফিসের বাইরে জমায়েত করেছে ৷ মিছিল থেকে অধীর চৌধুরী, অশোক গেহলট, ভূপেশ বাঘেল-সহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে আটক করে দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald case) বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এ দিন কংগ্রেস কর্মীদের সঙ্গে মিছিল করে ইডি অফিসে যান তিনি ৷ তবে, শুধু রাহুল গান্ধি নন ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, রাজস্থান এবং ছত্তিশগড়ের মখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল রাহুলের সঙ্গে ইডি দফতরে যান ৷

আরও পড়ুন :Congress Workers Detained in Delhi: রাহুলের হাজিরার আগে জমায়েত, এআইসিসি অফিসের সামনেই আটক কংগ্রেস কর্মীরা

এ দিন এআইসিসি দফতরের বাইরে কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় ৷ মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও, জমায়েত করায় পুলিশ কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে যায় ৷ কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী এবং কেসি বেণুগোপালকে তুঘলক রোড থানায় আটক করে নিয়ে যাওয়া হয় ৷ অন্যদিকে, দীপেন্দ্র সিং হুডা এবং অশোক গেহলটকে ইডি দফতরের সামনে থেকে আটক করে ফতেহপুর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ রজনী পাটিল, অনিকেশ প্রসাদ সিংকেও আটক করা হয়েছে ৷ আটক হওয়া কংগ্রেস নেতাদের সঙ্গে পরে থানায় গিয়ে দেখা করেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

ABOUT THE AUTHOR

...view details