নয়াদিল্লি, 13 জুন : এআইসিসি দফতর থেকে মিছিল করে ইডি অফিসে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Rahul Gandhi Reaches ED Office Following Protest March) ৷ আর তার প্রতিবাদে এআইসিসি দফতর থেকে রাহুলের সঙ্গে মিছিল করে কয়েক হাজার কংগ্রেস কর্মী ইডি অফিসের বাইরে জমায়েত করেছে ৷ মিছিল থেকে অধীর চৌধুরী, অশোক গেহলট, ভূপেশ বাঘেল-সহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে আটক করে দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald case) বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এ দিন কংগ্রেস কর্মীদের সঙ্গে মিছিল করে ইডি অফিসে যান তিনি ৷ তবে, শুধু রাহুল গান্ধি নন ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, রাজস্থান এবং ছত্তিশগড়ের মখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল রাহুলের সঙ্গে ইডি দফতরে যান ৷