পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi New Year Wish: স্বাগত 2023, দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেখতে দেখতে এসে পড়ল আরও একটা নতুন বছর । নতুন আশা, নতুন উদ্যম নিয়ে নতুন বছরকে স্বাগত জানল গোটা বিশ্ব । উৎসবে উন্মাদনায় 2023-কে স্বাগত জানাল দেশও। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi wished the country on the eve of New Year )।

PM Modi New Year Wish
দেশবাসাীকে শুভেচ্ছা মোদির

By

Published : Jan 1, 2023, 8:23 AM IST

Updated : Jan 1, 2023, 9:31 AM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি:নতুন বছরকে স্বাগত জানাল দেশ । দেশের বিভিন্ন প্রান্তে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল উৎসব। তার রেশ এখনও বজায় রয়েছে পুরোমাত্রায় । আর এরইমধ্যে নতুন বছরের সকালে দেশবাসীকতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi wished the country on the eve of New Year)। টুইটে তিনি লেখেন, "সকলের 2023 সাল খুব ভালো কাটুক । নতুন আশা, আনন্দ এবং অফুরান সাফল্যে সবার নতুন বছর ভরে উঠুক । নতুন বছরে সকলের সুস্বাস্থ্যের কামনা করি। '

রাজধানী দিল্লি থেকে শুরু কলকাতা- সবর্ত্রই চলছে উৎসব। দিল্লিতে প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়া গেটের সামনে বহু মানুষ ভিড় করেছিলেন । এর পাশাপাশি রাজপথেও ভিড় ছিল চোখে পড়ার মতো । একই ছবি ধরা পড়ল মুম্বই থেকে শুরু করে কলকাতাতেও । মুম্বইয়ের মেরিন ড্রাইভ বা কলকাতার পার্কস্ট্রিট-সর্বত্রই ছিল কালো মাথার ভিড় ।

দিঘা থেকে শুরু করে পুরীর সমুদ্র সৈকতেও প্রবল ভিড়। পুরীর সৈকতে বালি দিয়ে ভগবান জগন্নাথের মৃর্তি তৈরি করেছেন বিশ্ববিখ্যাত শিলপী সুদর্শন পট্টনায়ক । হিমাচলের মল রোডেও নেমেছিল জনতার ঢল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা প্রয়াত হীরাবেনের স্মরণে অনুষ্ঠান ভাদনগরে

Last Updated : Jan 1, 2023, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details