নয়াদিল্লি,30 ডিসেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়ানে শোকস্তব্ধ দেশ (Nation mourns sad demise of Heeraben) । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গ (Ciongress President Mallikarjun Kharge) বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শোকজ্ঞাপন করেছেন । অমিত লিখেছেন, " যে কোনও মানুষের জীবনের প্রথম বন্ধু তাঁর মা । তাঁকে হারানোর বেদনার চেয়ে বড় কষ্ট আর কিছুতেই নেই।" কংগ্রেস সভাপতি লিখেছেন, "প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যতে আমি শোকস্তব্ধ । মোদি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।"
নবান্ন থেকে জারি করা শোকবার্তায় মমতা লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজি কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন, " একটি ছেলের কাছে তাঁর মা গোটা পৃথিবী। এই ক্ষতির পূরণ কোনওভাবেই সম্ভব নয়। "