ওয়াশিংটন: এই প্রথম, মঙ্গলে নাসার পারসিভিয়ারেন্স রোভার লাল গ্রহের অনুসন্ধানে একটি মিনি হেলিকপ্টার ওড়াবে, যার নাম ইনজেনুইটি। খোলস থেকে বেরিয়ে আগামী কয়েকদিন পারসিভিয়ারেন্স ইনজেনুইটির ফ্লাইট জোন অনুসরণ করে এগোবে।
রোভার টিম ট্যুইট করে জানিয়েছে, “ডেব্রিস শিল্ড খুলে ফেলা হয়েছে, আর এই হল হেলিকপ্টারের প্রথম ঝলক। সেটাকে মুড়ে একপাশে লক করে রাখা রয়েছে। তাই একে চালু করার আগে এর ভাঁজগুলো খুলে ফেলতে হবে। তবে প্রথমে আমরা কয়েকদিনের দূরত্বে থাকা আমাদের নির্দিষ্ট হেলিপ্যাডে পৌঁছাব।”
নাসার অনুমান, চার পাউন্ড ওজনের এই চার-ব্লেডের যানটির প্রথম পরীক্ষামূলক উড়ান এপ্রিলের প্রথম সপ্তাহের আগে হবে না। ইনজেনুইটি এবং মার্স 2020 পারসিভিয়ারেন্স রোভারের দায়িত্বে থাকা টিম ইতিমধ্যেই সেই ফ্লাইট জোন চিহ্নিত করেছে, যেখান থেকে প্রথমবার অন্য কোনও গ্রহে নিয়ন্ত্রিত উড়ানের চেষ্টা চালানো হবে। পেটে ইনজেনুইটিকে নিয়ে গত 18 ফেব্রুয়ারি মঙ্গলের জেজেরো ক্রেটারে নেমেছিল পারসিভিয়ারেন্স। ইনজেনুইটির উড়ানের ক্ষমতা সীমিত, 31 দিন পর্যন্ত (30 মঙ্গল দিন)।