পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karthyayani Amma: 101 বছরে জীবনাবসান কেরলের সাক্ষরতা অভিযানের প্রবীণতম মুখ কার্ত্যায়নী আম্মার

মঙ্গলবার রাতে নিজের বাড়িতে প্রয়াত হলেন কেরলের সাক্ষরতা অভিযানের প্রবীণতম মুখ ও নারী শক্তি পুরস্কারপ্রাপ্ত কার্ত্যায়নী আম্মা ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

Karthyayani Amma
কার্ত্যায়নী আম্মা

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 2:23 PM IST

তিরুবনন্তপুরম, 11 অক্টোবর:তারাদের দেশে পাড়ি দিলেন কেরলের সাক্ষরতা অভিযানের প্রবীণতম মুখ ও নারী শক্তি পুরস্কারপ্রাপ্ত কার্ত্যায়নী আম্মা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 101 বছর ৷ মঙ্গলবার রাতে উপকূলীয় আলাপ্পুঝার জেলায় তাঁর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

2018 সালে খবরের শিরোনামে উঠে আসেন কার্ত্যায়নী আম্মা ৷ 96 বছর বয়সে তিনি অক্ষরালক্ষ্মম সাক্ষরতা পরীক্ষায় বসেন ৷ 40 হাজার জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 98 শতাংশ নম্বর পেয়ে লিখিত এই পরীক্ষায় কার্ত্যায়নী আম্মা প্রথম স্থান অর্জন করেন ।

তাঁর এই সাফল্যের পর 2020 সালে কেন্দ্রীয় সরকার কার্ত্যায়নী আম্মাকে নারী শক্তি পুরস্কারে সম্মানিত করে ৷ তিনি ওই বছরের মার্চ মাসে নারী দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে নারী শক্তি পুরস্কার গ্রহণ করেন । 2019 সালে তিনি 53টি সদস্য রাষ্ট্রের মধ্যে দূরশিক্ষার প্রচারের জন্য কমনওয়েলথ অফ লার্নিং গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হন ।

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে পুরস্কার গ্রহণ কার্ত্যায়নী আম্মার

কার্ত্যায়নী আম্মা সাক্ষরতা অভিযানের মাধ্যমে পড়াশোনা শেষে কম্পিউটার শেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন । এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রী অধ্যাপক সি রবীন্দ্রনাথ তাঁর বাড়িতে এসে উপহার হিসেবে আম্মার হাতে একটি ল্যাপটপ তুলে দেন । 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল কার্ত্যায়নী আম্মার ৷ এমনকী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই নারী শক্তি পুরস্কারপ্রাপ্তের কাহিনী ট্যাবলোতে ফুটে ওঠে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কার্ত্যায়নী আম্মা

এ দিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ পুরস্কার জেতার পরে তাঁর সঙ্গে দেখা করার কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্টে লিখেছেন, "তাঁর কথায় আত্মবিশ্বাস এবং দৃঢ়তা ছিল । কার্ত্যায়নী আম্মার প্রয়াণে গভীরভাবে দুঃখিত ৷ তিনি রাজ্যের সাক্ষরতা মিশনের অধীনে সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী হয়ে ইতিহাস তৈরি করেছিলেন । তিনি অনেকের কাছে অনুপ্রেরণা ছিলেন ৷ অনেক বাধা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অটল দৃঢ়তা দেখিয়েছিলেন তিনি । তাঁর মৃত্যু আমাদের সাক্ষরতা আন্দোলনের জন্য বিশাল ক্ষতি ৷

আরও পড়ুন:বিমান থেকে ঝাঁপ! রেকর্ড গড়ার পরই প্রয়াত 104 বছরের বৃদ্ধা স্কাইডাইভার

রাজ্যের সাধারণ শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টিও কার্ত্যায়নী আম্মার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন । তিনি বলেন, "আম্মা এমন পরিস্থিতিতে বড় হয়েছিলেন যেখানে তিনি পড়াশোনা করতে পারেননি এবং 96 বছর বয়সে সাক্ষর হয়েছিলেন ৷ তিনি দৃঢ়সংকল্পের প্রতীক ৷" কেরলের আলাপ্পুঝার হরিপদ পৌরসভার বাসিন্দা ছিলেন বিধবা এবং ছয় সন্তানের মা কার্ত্যায়নী আম্মা ৷ তিনি সন্তানদের বড় করার জন্য তাঁর গ্রামের মন্দিরের বাইরে রাস্তা ঝাঁট দিয়ে অর্থ উপার্জন করতেন ৷

ABOUT THE AUTHOR

...view details