নয়াদিল্লি, 10 ডিসেম্বর: গত কয়েকবছরে দেশে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন হাজার হাজার কৃষক ৷ সংখ্যাটা বিরাট ৷ জানা গিয়েছে 23 হাজারেরও বেশি সংখ্যক কৃষক আত্মঘাতী হয়েছেন 2017 থেকে 2021 পর্যন্ত ৷ শুক্রবার রাজ্যসভায় সংসদীয় অধিবেশনে এই তথ্য দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷ তিনি এনসিআরবি (National Crime Records Bureau, NCRB) ডাটা তুলে ধরেন ৷
এনসিআরবির দেওয়া তথ্য অনুযায়ী আত্মঘাতী কৃষকের পরিসংখ্যান
2017 - 5 হাজার 955 জন
2018- 5 হাজার 763 জন
2019 - 5 হাজার 957 জন
2020 - 5 হাজার 579 জন
2021 - 5 হাজার 318 জন
2017-21 সময়কালে চাষি আত্মহত্যার ঘটনার তালিকায় প্রতি বছর মহারাষ্ট্র এবং কর্ণাটক দেশের মধ্যে প্রথম দিকেই থেকেছে ৷ 2017 সালে মহারাষ্ট্রে 2 হাজার 426 জন চাষি আত্মহত্যা করেন, কর্ণাটকে 1 হাজার 157 ৷ 2018 সালে মহারাষ্ট্রে এই সংখ্যাটা ছিল 2 হাজার 239 কর্ণাটকে 1 হাজার 365 ৷
আরও পড়ুন:26 নভেম্বর দেশজুড়ে 'রাজভবন অভিযান' সংযুক্ত কিষাণ মোর্চার
2019-এ মহারাষ্ট্রে 2 হাজার 680 জন, কর্ণাটকে 1 হাজার 331 জন চাষি আত্মহননের পথ বেছে নিয়েছেন ৷ 2020-তে মহারাষ্ট্রে 2 হাজার 567 জন আত্মঘাতী হন, এই রাজ্য তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ৷ দ্বিতীয়স্থানে থাকা কর্ণাটকে সংখ্যাটা ছিল 1 হাজার 72 জন ৷ 2021-এ মহারাষ্ট্র আবারও প্রথম স্থানে ছিল কৃষক আত্মহত্যায়, সেবার 2 হাজার 640 জন চাষি আত্মহত্যা করেন ৷ কর্ণাটকে আত্মহত্যা করেন 1 হাজার 170 জন ৷
পিএম কিষাণ প্রকল্প, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো প্রকল্পের মাধ্যমে কৃষকদের রোজগারের নানাবিধ সুবিধে দেওয়া হচ্ছে, বাজেটেও আরও টাকা বরাদ্দ করা হয়েছে ৷ কৃষিক্ষেত্রে ঋণও দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷