পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 8, 2022, 10:42 PM IST

Updated : Sep 8, 2022, 11:02 PM IST

ETV Bharat / bharat

Modi on Netaji: সুভাষচন্দ্রই অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচনে বললেন মোদি

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পথচলার সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi unveils Netaji statue near India Gate) ৷ এরপর ইন্ডিয়া গেটের কাছে মেমোরিয়াল ছাউনিতে 28 ফুটের মনোলিথিক মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
সুভাষচন্দ্রই অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচনে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ঔপনিবেশিক শাসনের স্মৃতিচিহ্ন ধুয়েমুছে সাফ ৷ ইন্ডিয়া গেটে (India Gate) সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন আদতে আধুনিক শক্তিশালী ভারতবর্ষের প্রতিষ্ঠা ৷ করোনেশন পার্কে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি উন্মোচন করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PMO India) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পথচলার সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi unveils Netaji statue near India Gate) ৷ এরপর ইন্ডিয়া গেটের কাছে মেমোরিয়াল ছাউনিতে 28 ফুটের মনোলিথিক মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি ৷

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যে মেমোরিয়ালে ব্রিটিশ মনার্ক কিং পঞ্চম জর্জের মূর্তি শোভা পেত, একই ছাউনিতে দেশনায়কের মূর্তি উন্মোচন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা অতীতকে পিছনে ফেলে এলাম ৷ একইস্থানে (ওয়ার মেমোরিয়াল) নেতাজির মূর্তি স্থাপন আধুনিক ভারতের আত্মবিশ্বাসকে আরও মজবুত করল বৈকি ৷"

আরও পড়ুন: ইন্ডিয়া গেটের কাছে 28 ফুটের নেতাজির মূর্তি উন্মোচন মোদির

মোদি আরও বলেন, "নেতাজির গ্রহণযোগ্যতা এমনই ছিল যে সমগ্র বিশ্বে নেতা হিসেবেই বিবেচিত হতেন তিনি ৷ ওঁর ছিল সাহস, আত্মসম্মান, আইডিয়া, ভিশন এবং নেতৃত্বদানের অসীম ক্ষমতা ৷" তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ক্রমেই নেতাজিকে ভুলেছে রাষ্ট্র ৷ তাঁর বিভিন্ন ধারণা এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে উপেক্ষিত হয়েছে বলে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু শেষ কয়েকবছরে নেতাজির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় সরকার শেষ কয়েকবছরে কেন্দ্রীয় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মোদি ৷

তাই মোদি বলেন, "যদি স্বাধীনতার পর ভারত নেতাজির দেখানো পথ অনুসরণ করত তাহলে দেশ আজ উন্নয়নের শিখরে বিরাজ করত ৷ কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার পর এই মহান নায়ককে আজ ভুলে গিয়েছে দেশবাসী ৷ নেতাজি এবং তাঁর সঙ্গে জুড়ে থাকা সমস্ত দর্শন আজ উপেক্ষিত ৷"

Last Updated : Sep 8, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details