নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ঔপনিবেশিক শাসনের স্মৃতিচিহ্ন ধুয়েমুছে সাফ ৷ ইন্ডিয়া গেটে (India Gate) সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন আদতে আধুনিক শক্তিশালী ভারতবর্ষের প্রতিষ্ঠা ৷ করোনেশন পার্কে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি উন্মোচন করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PMO India) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পথচলার সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi unveils Netaji statue near India Gate) ৷ এরপর ইন্ডিয়া গেটের কাছে মেমোরিয়াল ছাউনিতে 28 ফুটের মনোলিথিক মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি ৷
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যে মেমোরিয়ালে ব্রিটিশ মনার্ক কিং পঞ্চম জর্জের মূর্তি শোভা পেত, একই ছাউনিতে দেশনায়কের মূর্তি উন্মোচন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা অতীতকে পিছনে ফেলে এলাম ৷ একইস্থানে (ওয়ার মেমোরিয়াল) নেতাজির মূর্তি স্থাপন আধুনিক ভারতের আত্মবিশ্বাসকে আরও মজবুত করল বৈকি ৷"