ভোপাল (মধ্যপ্রদেশ), 6 নভেম্বর: আর মাত্র কিছুদিনের অপেক্ষা ৷ তারপরই খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে নামিবিয়া (Namibia) থেকে ভারতে আনা আটটি চিতাকে (Cheetah) ৷ তার আগে চলতি মাসেই এই আটটি প্রাণীকে আরও বড় এনক্লোজারে স্থানান্তরিত করা হবে ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আগেই একথা জানানো হয়েছিল ৷ সেই প্রক্রিয়ারই প্রাথমিক ধাপ সেরে ফেলা হল ৷ প্রথম দফায় আটটির মধ্যে দু'টি চিতাকে ছাড়া হল বড় এনক্লোজারে (Two Cheetahs Released to Bigger Enclosure) ৷ যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এ নিয়ে রবিবার সকালে একটি টুইট করেন তিনি ৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মোদির জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আনা হয় ৷ সেগুলিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্য়ানে (Kuno National Park) খাঁচামুক্ত করেন 'বার্থ ডে বয়' নিজেই !
এদিন মোদি তাঁর টুইটে লিখেছেন, "দারুণ খবর ! আমাকে জানানো হয়েছে, বাধ্যতামূলক কোয়ারান্টাইনের পর দু'টি চিতাকে আরও বড় এনক্লোজারে ছাড়া হয়েছে ৷ যাতে কুনো জাতীয় উদ্য়ানের পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে পারে ৷ বাকি চিতাগুলিকেও দ্রুত সেখানে স্থানান্তরিত করা হবে ৷ আমি এটা জেনেও খুব খুশি হয়েছি যে সবক'টি চিতাই একেবারে সুস্থ রয়েছে ৷ তারা সক্রিয় রয়েছে এবং ভালোভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে ৷" এই পোস্টের সঙ্গে চিতাগুলির একটি ভিডিয়োও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷