পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, বাংলায় টুইট করে জানালেন মোদি

আবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার হুগলিতে একটি সভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন৷ সেই তালিকায় রয়েছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া অংশের মেট্রোর উদ্বোধনও করবেন তিনি তার আগে বাংলায় টুইট করে সেই নিয়ে ঘোষণা করলেন মোদি৷

কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, বাংলায় টুইট করে জানালেন মোদি
কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, বাংলায় টুইট করে জানালেন মোদি

By

Published : Feb 21, 2021, 5:33 PM IST

দিল্লি, 21 ফেব্রুয়ারি : কলকাতা মেট্রো রেলের নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হবে আগামিকাল, সোমবার ৷ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কর্মসূচির 24 ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তারিত তথ্য পোস্ট করা হল প্রধানমন্ত্রীর তরফ থেকে ৷ এই নিয়ে বেশ কয়েকটি টুইট করা হয়েছে ৷ তার কয়েকটি বাংলায়, আর কয়েকটি ইংরেজিতে রয়েছে ৷

প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘‘হুগলি থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে । এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দু’টি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ । এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক ।’’

অন্য একটি টুইটে আবার প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দক্ষিণেশ্বর স্টেশনের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে এই স্টেশন দু’টিতে অত্যাধুনিক কিছু ব্যবস্থা রাখা হয়েছে ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী আবার বাংলার মণিষী, বাংলার সংস্কৃতির কথা তুলেছেন ৷ সেই কারণে বাংলার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আগ্রহ অনেক বেশি বলেই তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন :সোমে খুলছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো, ফ্ল্যাগ অফ মোদির হাতে

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে একাধিক প্রকল্পের সূচনা করা হবে ৷ মোদির টুইট অনুযায়ী, ‘কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন’, ‘আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন’, ‘হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি’ ও ‘বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন’ এবং ‘হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন’ এর উদ্বোধন করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details