নয়াদিল্লি, 30 অক্টোবর: "জম্মু ও কাশ্মীর প্রত্যেক ভারতীয়র গর্ব ৷" রবিবার ঠিক ভাষাতেই উপত্যকার মানুষকে বিশেষ করে সেখানকার যুবসমাজকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি বলেন, পুরনো যাবতীয় প্রতিকূলতা পিছনে ছেড়ে আসতে হবে ৷ বদলে নতুন সমস্ত সুযোগের সদ্ব্যবহার করতে হবে ৷ রবিবার 'জম্মু ও কাশ্মীর রোজগার মেলা' (Jammu and Kashmir Rozgar Mela) উপলক্ষে দেওয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, সন্ত্রাস কবলিত ভূস্বর্গের উন্নয়নে কেন্দ্র যে বদ্ধপরিকর, সেই বার্তা দিতেই মোদি এমন মন্তব্য করেছেন ৷ এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মোদি এই ভাষণ দেন ৷ একইসঙ্গে, এদিন তাঁর 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে দেশবাসীকে ছটপুজোর (Chhath Puja 2022) শুভেচ্ছা জানাতেও ভোলেননি প্রধানমন্ত্রী ৷
মোদির বক্তব্য, জম্মু ও কাশ্মীরের সর্বত্র উন্নয়ন পৌঁছে দিতে হবে ৷ তার জন্য নতুন ভাবনা-চিন্তা ও মানসিকতা প্রয়োজন ৷ তবেই উন্নয়নের গতি দ্রুততর হবে ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "ভারতের সর্বস্তরের নাগরিকরা যাতে উন্নয়নের সম্পূর্ণ সুফল পেতে পারেন, তা নিশ্চিত করতে আমরা (কেন্দ্রীয় সরকার) বদ্ধপরিকর ৷ জম্মু ও কাশ্মীর প্রত্যেক ভারতীয়র গর্ব ৷ আমাদের সকলকে একজোট হয়ে জম্মু-কাশ্মীরকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে ৷"