পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য বিশ্বকে চমকে দিয়েছে ! দাবি মোদির - মহাকাশ বিজ্ঞান

মহাকাশ সংক্রান্ত গবেষণায় ভারতের সাফল্য নিয়ে ফের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ রবিবার 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে তিনি বলেন, 'ভারতের এই সাফল্য বিশ্বকে অবাক করেছে ।'

Narendra Modi says success of India in Space wonders whole world
Narendra Modi: মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য বিশ্বকে চমকে দিয়েছে ! দাবি মোদির

By

Published : Oct 30, 2022, 5:55 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর: মহাকাশ সংক্রান্ত গবেষণা এবং সৌরবিদ্যুৎ নিয়ে ভারত খুব ভালো কাজ করছে ৷ ভারতের এই সাফল্য সারা পৃথিবীকে 'চমকে' দিয়েছে । রবিবার 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ পাশাপাশি এর জন্য ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো (ISRO)-কে যাবতীয় কৃতিত্ব দিয়েছেন তিনি ৷

এদিনের মন কি বাত অনুষ্ঠানে মোদি বলেন, সম্প্রতি মহাকাশে পর পর 36টি উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন ইসরো-র গবেষকরা ৷ এই সাফল্যকে ভারতীয় যুব সমাজের তরফ থেকে দেশের প্রতি 'দীপাবলির বিশেষ উপহার' বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, এর ফলে ভারতে ডিজিট্যাল সংযোগ আরও পোক্ত হবে ৷ তাতে সবথেকে বেশি উপকৃত হবেন দূর-দূরান্তের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা ৷

আরও পড়ুন:প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, ভূস্বর্গের যুবসমাজকে বার্তা মোদির

প্রধানমন্ত্রী মনে করেন, এই ধরনের গবেষণায় ভারত যত বেশি সাফল্য অর্জন করবে, ততই এই দেশ স্বনির্ভর হয়ে উঠবে ৷ মোদির কথায়, "যখন দেশ স্বনির্ভর হয়, তখন কীভাবে তা উন্নতির নতুন শিখর ছোঁয়, এই ঘটনা তারই নিদর্শন ৷" প্রধানমন্ত্রী বলেন, আগে মহাকাশ গবেষণার জন্য ভারত বহুলাংশে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করত ৷ কিন্তু, এখন দেশীয় প্রযুক্তিতেই কাজ করা হচ্ছে ৷ এর সাহায্য়ে মহাকাশে অসংখ্য কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হচ্ছে ৷ ফলে বিশ্বব্য়াপী বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্রমশ ভারতের গুরুত্ব বাড়ছে ৷ নতুন নতুন সম্ভাবনার পথ খুলে যাচ্ছে ৷

ইতিমধ্যেই মহাকাশ সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিয়েছে ভারত সরকার ৷ মোদি মনে করেন, এর ফলে অনেক নতুন নতুন উদ্যোগ গড়ে উঠবে ৷ তরুণ উদ্যোগপতিরা অত্যাধুনিক শিল্প স্থাপনে এগিয়ে আসবেন ৷ তাঁদের হাত ধরেই দেশের অর্থব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে ৷ মোদির দাবি, 2047 সালের মধ্যেই ভারত উন্নয়নশীল দেশের তকমা ঝেড়ে ফেলে উন্নত রাষ্ট্রের স্বীকৃতি লাভ করতে পারবে ৷ কিন্তু, তা করার জন্য সকলের সমবেত প্রয়াস ও প্রচেষ্টা আবশ্যিক ৷

এই প্রসঙ্গেই মোদি বলেন, "ভারতীয় শিল্প এবং নিত্যনতুন উদ্যোগ মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন প্রযুক্তি আমদানি করছে ৷ আরও নির্দিষ্টভাবে বললে, মহাকাশ গবেষণা সংক্রান্ত বিষয়ে বেসরকারি বিনিয়োগ ও যোগদান বিরাট পরিবর্তন আনতে চলেছে ৷" এই প্রেক্ষিতেই ভারতীয় ছাত্রসমাজের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details