পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Atal Bihari Vajpaee birth aniversary : বাজপেয়ীই তাঁর অনুপ্রেরণা, অটলের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মোদির - Narendra Modi says, he is highly inspired by rich service to the nation of Atal Bihari Vajpayee

টুইটারে এদিন নরেন্দ্র মোদি লেখেন, "জন্মদিনে অটলজি'কে স্মরণ ৷ দেশের মানুষকে তাঁর উৎকর্ষ পরিষেবা প্রদানের ঘটনায় আমরা ব্যাপকভাবে অনুপ্রাণিত ৷ ভারতকে শক্তিশালী এবং আরও উন্নত দেখতে জীবন উৎসর্গ করেছিলেন তিনি (Modi says Vajpayee devoted his life towards making India strong and developed) ৷"

Atal Bihari Vajpaee birth aniversary
ওঁনার দেশ চালানোর দক্ষতায় অনুপ্রাণিত আমরা, বাজপেয়ীর জন্মদিবসে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর

By

Published : Dec 25, 2021, 1:54 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর : শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস ৷ বিশেষ দিনে রাজধানী নয়াদিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিক্ষেত্র 'সদাইব অটল'-এ পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিবস দেশে 'সুশাসন দিবস' হিসেবে পালিত হয় ৷ সেই সুশাসন দিবসে সদাইব অটলে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারেও প্রাক্তনের শাসন সম্পর্কে শ্রদ্ধাশীল বর্তমান ৷ বললেন, অটলবিহারী বাজপেয়ীই তাঁর অনুপ্রেরণা (Narendra Modi says, he is highly inspired by rich service to the nation of Atal Bihari Vajpayee) ৷

সুশাসন দিবসে এদিন বাজপেয়ীর সমাধিতে নরেন্দ্র মোদির সঙ্গী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ নরেন্দ্র মোদির সঙ্গেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রত্যেকে ৷ টুইটারে এদিন নরেন্দ্র মোদি লেখেন, "জন্মদিনে অটলজি'কে স্মরণ ৷ দেশের মানুষকে তাঁর উৎকর্ষ পরিষেবা প্রদানের ঘটনায় আমরা ব্যাপকভাবে অনুপ্রাণিত ৷ ভারতকে শক্তিশালী এবং আরও উন্নত দেখতে জীবন উৎসর্গ করেছিলেন তিনি (Modi says Vajpayee devoted his life towards making India strong and developed) ৷ দেশের উন্নয়নের জন্য তাঁর গৃহীত পদক্ষেপগুলি লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল ৷"

আরও পড়ুন : Christmas greetings : দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

অটলবিহারী বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন ৷ 1996 সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও 1998 থেকে 2004 টানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন 'ভারতরত্ন' অটলবিহারী বাজপেয়ী ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details