নয়াদিল্লি, 31 জুলাই: 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) দেশজুড়ে গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! রবিবার এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ একইসঙ্গে, এই 'আন্দোলন'কে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ডাক দিলেন তিনি ৷ দেশবাসীর উদ্দেশে তাঁর আবেদন, আগামী 2 থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্য়েকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টগুলির 'প্রোফাইল পিকচার'-এ জাতীয় পতাকা বা তিরঙ্গার ছবি রাখুন ৷ এদিন 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন মোদি ৷
প্রধানমন্ত্রী মনে করেন, চলতি বছর দেশ স্বাধীন হওয়ার 75 বছর পূর্তি উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর আওতায় স্বাধীনতা দিবস পালন আদতে একটি 'বিশেষ আন্দোলন' ৷ তাই এবার এই কর্মসূচির আওতাতেই 'প্রতি ঘরে তিরঙ্গা' (হর ঘর তিরঙ্গা) উত্তোলনের আবেদন করা হয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী নিজেই সেই আবেদন জানিয়েছেন ৷