পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান, দাবি মোদির - Religious Tourism

শুক্রবার গুজরাতের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি দাবি করেন, ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান ৷

narendra modi said that religious tourism will create employment opportunities
Narendra Modi : ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান, দাবি মোদির

By

Published : Aug 20, 2021, 4:18 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট : ভারতে ধর্মীয় পর্যটন (Religious Tourism) আরও বৃদ্ধি করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর দাবি, এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে ৷ আর এর মাধ্যমে ভারতের আগামী প্রজন্ম দেশের ঐতিহ্যের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন ৷

শুক্রবার গুজরাতের সোমনাথ মন্দিরে (Somnath Mandir) একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয় ৷ সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি এই কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন :PM Modi on Terrorism: ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির

এনিয়ে মোদি বলেন, ‘‘ধর্মীয় পর্যটন নিয়ে আমাদের নতুন সুযোগ খুঁজতে হবে ৷ এই তীর্থস্থানের সঙ্গে স্থানীয় অর্থনীতির গভীর যোগ রয়েছে ৷ এই তীর্থস্থানের পুনরুজ্জীবন হওয়ায় আরও কর্মসংস্থান তৈরি হবে ৷’’

প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ৷ এদিন সেই নিয়েও কথা বলেন মোদি ৷ তিনি বলেছেন, ‘‘সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি ৷ আমি এই পবিত্র জায়গায় সেবা করার সুযোগ পেয়েছি ৷ আমরা এই পবিত্র তীর্থস্থানের পুনরুজ্জীবন দেখতে পাচ্ছি ৷’’

আরও পড়ুন :Ram Nath Kovind on OBC Bill : ওবিসি বিলে সম্মতি রাষ্ট্রপতির

এদিন মোদি উদ্বোধন করেন সোমনাথ একজিবিশন গ্যালারির ৷ এই গ্যালারি ভারতের ঐতিহ্যের সঙ্গে আগামী প্রজন্মকে সংযুক্ত করবে বলেও তিনি জানান ৷ পাশাপাশি সোমনাথ মন্দিরের ইতিহাস নিয়েও কথা বলেছেন তিনি ৷ সোমনাথ মন্দিরকে যে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এদিনের বক্তৃতায় মোদি টেনে এনেছেন রাম মন্দিরের (Ram Mandir) প্রসঙ্গও ৷ নতুন ভারত (New India) গড়ার পথে রাম মন্দির অন্যতম একটি স্তম্ভ বলেও তিনি এদিন দাবি করেছেন ৷ তাঁর কথায়, ‘‘যখন আমি ভারত জোড়ো আন্দোলনের কথা বলি, তার মধ্যে শুধু ভৌগোলিক ও আদর্শগত সংযোগের বিষয় থাকে না ৷ কিন্তু ইতিহাসকে এগিয়ে নিয়ে গিয়ে নতুন ভারত গড়ার শপথও থাকে ৷ নতুন ভারতের শক্তিশালী স্তম্ভ হিসেবে রাম মন্দির গড়ে তোলা হচ্ছে ৷’’

আরও পড়ুন :Taliban stopped Export Import: ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল তালিবান, দাম বাড়বে ড্রাই ফ্রুটসের !

পর্যটন দফতরের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি ৷ 2019 সালে পর্যটনের নিরিখে বিশ্বে 34 তম স্থান দখল করেছে বলেও তিনি জানিয়েছেন ৷ এদিন সোমনাথ মন্দির ছাড়াও শ্রী পার্বতী মন্দিরের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী ৷

এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), পর্যটন রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী (LK Advani) উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন :Modi Holds CCS Meeting : আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনায় মোদির বাসভবনে ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক

ABOUT THE AUTHOR

...view details