নয়াদিল্লি, 12 মার্চ : ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের প্রভাব আটকাতে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সম্মেলনে যোগদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সম্মেলনে যোগদান করে তিনি বললেন, ‘‘আমরা আমাদের গণতান্ত্রিক নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ রয়েছি ৷’’
ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে চার দেশের একটি জোট তৈরি হয় 2007 সালে ৷ যে জোটে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷ পোশাকি নাম কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ হলেও যা কোয়াড নামে পরিচিত ৷ চিনের প্রভাব রুখতে 2017 সাল থেকে এই জোট অনেক বেশি সক্রিয় ৷
শুক্রবার সেই জোটেরই ভার্চুয়াল সম্মেলন হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম মোদি ও বাইডেন কোনও সম্মেলনে অংশগ্রহণ করলেন ৷ এদিন মোদির উদ্দেশ্যে বাইডেনের বার্তা, ‘‘আপনার সঙ্গে দেখা হয়ে ভলো লাগছে প্রধানমন্ত্রী মোদি ৷’’