পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেউ চাইলে তবে আইন হবে! কৃষক-শ্রমিকদের ভালোর জন্য প্রশ্ন তুললেন মোদি - Farm laws

কৃষকদের জন্য লোকসভায় দাঁড়িয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কথায়, ভবিষ্যতের লক্ষ্যে কৃষকদের ভালো করার জন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে৷ তাই তিনি বুধবার নয়া কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেন সংসদে দাঁড়িয়ে৷

মোদি
মোদি

By

Published : Feb 10, 2021, 11:06 PM IST

দিল্লি, 10 ফেব্রুয়ারি : কৃষকদের জন্য লোকসভায় দাঁড়িয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কথায়, ভবিষ্যতের লক্ষ্যে কৃষকদের ভালো করার জন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে৷ তাই তিনি বুধবার নয়া কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেন সংসদে দাঁড়িয়ে৷

প্রধানমন্ত্রীর বক্তব্য, এই আইন কৃষকদের মঙ্গলে কাজ করবে৷ অন্নদাতা কৃষকরা যাতে ভালো থাকে, তার জন্য সকলকে উদ্যোগ নিতে হবে৷ এর সঙ্গে তিনি কৃষি আইন তৈরি করা ছাড়াও কৃষকদের উন্নতিতে মোদি সরকার ঠিক কী কাজ করেছেন, তা তুলে ধরেন৷ তিনি কিষান রেলের কথা বলেন৷ কিষান রেলের মাধ্যমে কীভাবে এক রাজ্যের কৃষক সহজে অন্য রাজ্যে উৎপাদিত ফসল বিক্রি করছেন সেই কথা বলেন তিনি৷ সেই কারণে মোদির দাবি, কিষান রেল আসলে চলমান হিমঘর৷ একই সঙ্গে তিনি জানান, নতুন কৃষি আইন চালু হওয়ার পর দেশে কোনও মান্ডি বন্ধ হয়নি৷ বরং মান্ডিতে বেশি শস্য ক্রয়-বিক্রয় হয়েছে৷ আর তা এমএসপিতেই হয়েছে৷

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা বারবার বাধা দেয়৷ বিশেষ করে কৃষি আইন নিয়ে বলার সময়৷ এই নিয়ে মোদির বক্তব্য, বিরোধীরা পরিকল্পনা করে এটা করছে৷ কারণ, এটা না করলে আসল সত্যিটা বেরিয়ে পড়বে৷ তখন বিরোধীরাই সমস্যায় পড়ে যাবে৷ এর পর লোকসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা৷ প্রধানমন্ত্রীর দাবি, বিরোধীরা বলছে যে না চাইতে কেন আইন আনা হল? তাই নরেন্দ্র মোদির পালটা প্রশ্ন, ‘‘চাইলে তবে আইন হবে!’’

কেউ চাইলে তবে আইন হবে! কৃষক-শ্রমিকদের ভালোর জন্য প্রশ্ন তুললেন মোদি

এই প্রসঙ্গে তিনি শ্রমিকদের কথাও টেনে আনেন৷ তিনি জানান, ইপিএফ-এর পেনশন যোজনায় অনেক কম টাকা দেওয়া হত৷ এই নিয়ে কেউ কখনও দাবি জানাননি৷ তাও তাঁর সরকার প্রতি মাসে 1000 টাকার ব্যবস্থা করে দিয়েছে৷

আরও পড়ুন :লোকসভায় মোদির মুখে পূর্ব ভারতের উন্নয়ন, বঙ্গ-ভোটই কি কারণ ?

কৃষি আইনে যে বিষয়গুলি আছে, তা নিয়ে মনমোহন সিং সরকারের কৃষিমন্ত্রী শরদ পওয়ারের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ তিনি জানতে চান, তাহলে কেন এখন কংগ্রেস বিরোধিতা করছে, তা জানতে চান প্রধানমন্ত্রী৷ তাঁর কথায়, আগে দেশে 28 শতাংশ খেতমজুর ছিল৷ গত জনগণনার হিসেব অনুযায়ী, তা 55 শতাংশ হয়েছে৷ তাই বিনিয়োগ না আনলে কৃষি আত্মনির্ভর হবে না৷ সেই লক্ষ্যে কাজ করতে হবে বলে তিনি জানিয়েছেন৷

ABOUT THE AUTHOR

...view details