নিউ দিল্লি, 7 মে: নির্বাচন শেষ ৷ অতঃপর দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে জরুরি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনো পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে 45 বছরের বেশি জনসংখ্যার 31 %-কে অন্ততপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া গিয়েছে ৷ আর সব রাজ্যগুলিতে মোট 17.7 কোটি ভ্যাকসিন পাঠানো হয়েছে ৷
পিএমও-র তরফে জানানো হয়েছে, অন্যান্য রাজ্য-সহ দেশের যে বারোটি রাজ্যে কোভিড সংক্রমণের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে ৷ রাজ্যগুলিতে স্বাস্থ্য পরিষেবায় গতি আনার জন্য প্রয়োজনীয় সাহায্য দিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ সংক্রমণ ছড়ানো আটকাতে দ্রুততার সঙ্গে সার্বিক বিধিনিষেধ নিয়েও আলোচনা করেছেন ৷
বিভিন্ন রাজ্যের যে সব জেলায় পজিটিভিটি হার 10% বা তার বেশি সেগুলিকে চিহ্নিত করতে, আর বেডের সংখ্যা কোথায় 60%-এর বেশি, অক্সিজেনের প্রাপ্যতা কেমন, সেসব দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি পাঠানো হয়েছে ৷