নয়াদিল্লি, 26 জুন: 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে ফের একবার 'জরুরি অবস্থা'র প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর কথায় উঠে এল প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar) নাম ! রবিবার মন কি বাত-এর 90তম পর্বে ফের একবার দেশবাসীকে নিজের 'মনের কথা' শোনালেন নরেন্দ্র মোদি ৷ তখনই তিনি জানান, 1975 সালে দেশে জরুরি অবস্থা (Emergency in India 1975) জারি হওয়ার সময় কিশোর কুমারের মতো গুণী মানুষকেও সরকারি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল ৷
এ দিন তাঁর ভাষণের শুরুতেই জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "সেটি ছিল জুন মাস, যখন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ৷ এমনকী, আমজনতার 'বেঁচে থাকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার'ও কেড়ে নেওয়া হয়েছিল ৷ সেই সময় ভারতের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার একটি চেষ্টা করা হয়েছিল ৷"
আরও পড়ুন:Teesta Setalvad: মোদিকে ক্লিনচিটের পরদিনই গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়
এই প্রসঙ্গেই মোদির মুখে শোনা যায় কিশোর কুমারের নাম ৷ তিনি বলেন, "সরকারের প্রশংসা করতে রাজি হননি বলে জনপ্রিয় শিল্পী কিশোর কুমারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷" জরুরি অবস্থা উঠে যাওয়ার পর সাধারণ নির্বাচনে কংগ্রেস পরাজিত হয় ৷ প্রধানমন্ত্রীর কথায়, "এটি ছিল আমাদের গণতান্ত্রিক মানসিকতা, শেষ পর্যন্ত যার জয় হয়েছিল ৷"
এ দিনের মন কি বাত-এ মোদি ভারতের মহাকাশ গবেষণা নিয়েও কথা বলেন ৷ তাঁর দাবি, সাম্প্রতিক সময় মহাকাশ গবেষণায় ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ৷ তিনি বলেন, "সম্প্রতি মহাকাশ গবেষণায় অভাবনীয় সাফল্য এসেছে ৷ এর মধ্য়ে মহাকাশ সংক্রান্ত সংস্থা স্থাপন অন্যতম ৷ এটি এমন একটি সংস্থা, যা মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগককে ত্বরান্বিত করবে ৷"
মোদির দাবি, "2019 সালের আগে পর্যন্ত মহাকাশ সংক্রান্ত বিষয় নিয়ে নতুন কোনও উদ্যোগ শুরু খুব একটা দেখা যেত না ৷ কিন্তু, গত তিন বছরে সবকিছু বদলে গিয়েছে ৷ আমাদের যুবসমাজ তার উদ্ভাবনী শক্তির প্রমাণ দিয়েছে ৷" এ দিনের মন কি বাত অনুষ্ঠানে নীরজ শর্মার মতো তরুণ ক্রীড়াবিদদেরও ভূয়সী প্রশংসা করেছেন মোদি ৷