আমেদাবাদ, 8 ডিসেম্বর: বুথফেরৎ সমীক্ষায় সিলমোহর দিয়ে গুজরাতে রেকর্ড সপ্তমবার মসনদ দখল করল বিজেপি ৷ 2022 বিধানসভা নির্বাচনে পশ্চিমের রাজ্যটিতে জয়ের রূপকার অবশ্যই বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল (Bhupendrabhai Patel) ৷ যে সংখ্যক আসন জিতে সপ্তমবার গুজরাত বিধানসভা পুনর্দখল করল গেরুয়া শিবির, তাতে ভূপেন্দ্র প্যাটেলের এই জয় নিঃসন্দেহে 'ঐতিহাসিক' ৷ কারণ, 2002 সালে 127টি আসনে জয়লাভ করে গুজরাতে সরকার দখল করেছিলেন নরেন্দ্র মোদি ৷ 182 আসনের গুজরাতে 156টিতে জিতে সেই নজির ছাপিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল (Narendra modi record was beaten by Bhupendra) ৷ সবমিলিয়ে মোদি, শাহের গড়ে নিজেদেরকেই ছাপিয়ে গেল বিজেপি ৷
নির্বাচনমুখী গুজরাতে ভোটপ্রচারে এসে নরেন্দ্র মোদি নিজেই বারবার বলেছেন, এই নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে ৷ নরেন্দ্রর নজির ভেঙে এবার গুজরাতে সরকার গড়বে বিজেপি ৷ রেকর্ড ভোট দেবেন রাজ্যের মানুষ ৷ রেকর্ড ভোট হয়তো পড়েনি, কিন্তু নজির ভাঙার বিষয়টি প্রধানমন্ত্রীর যে কেবল ফাঁকা আওয়াজ ছিল না, বৃহস্পতির ফলাফল তারই প্রমাণ ৷