হুবলি, 12 জানুয়ারি:যুবশক্তিই দেশের অগ্রগতির প্রধান চালিকাশক্তি ৷ তাদের আকাঙ্ক্ষা দেশের গন্তব্য স্থির করে ৷ বৃহস্পতিবার কর্ণাটকের (Karnataka) হুবলিতে (Hubbali) একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi praises Yuva Shakti) ৷ এদিন এখানে 26তম জাতীয় যুব উৎসবের (26th National Youth Festival) সূচনা করেন তিনি ৷ সেই মঞ্চ থেকেই দেশের যুবশক্তির প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী ৷ প্রসঙ্গত, এদিন ছিল স্বামী বিবেকানন্দের আবির্ভাবের 160তম বর্ষপূর্তি ৷ সেই উপলক্ষেই জাতীয় যুব উৎসবের সূচনা করা হয় ৷
এক ভারত, শ্রেষ্ঠ ভারত:
এদিন ভারতের যুবশক্তির উচ্ছ্বাসকে কুর্নিশ জানান মোদি ৷ বলেন, এই উচ্ছ্বাসই আদতে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর চিরস্থায়ী প্রতীক ৷ হুবলিতে দাঁড়িয়ে কর্ণাটকের সঙ্গে স্বামীজির আত্মিক যোগ নিয়ে নানা কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তিনি উল্লেখ করেন, "কর্ণাটকের সঙ্গে স্বামী বিবেকানন্দের এক অনন্য সম্পর্ক ছিল ৷ কর্ণাটক-সহ এই অঞ্চলে বহুবার এসেছিলেন তিনি ৷ স্বামীজির বিদেশযাত্রার জন্য মাইসোরের মহারাজা তাঁকে সাহায্য করেছিলেন ৷ স্বামীজির ভারত ভ্রমণই প্রমাণ করে যে আমাদের সচেতনতা এক এবং তা শতাব্দীপ্রাচীন ৷ দেশের নিরিখে আমাদের সকলের আত্মা এক ৷ এটাই হল এক ভারত, শ্রেষ্ঠ ভারতের চিরন্তন প্রমাণ ৷"