পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগী বন্দনায় মোদি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শনিবার উত্তরপ্রদেশের শাজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi lays foundation stone of Ganga Expressway) ৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী (Narendra Modi praises Yogi Adityanath) ৷ বলেন, ‘‘ইউপি প্লাস যোগী খুবই উপযোগী ৷’’

narendra modi praises yogi adityanath at ganga expressway foundation stone lay program
Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে মোদির মুখে যোগীর ভজন

By

Published : Dec 18, 2021, 5:06 PM IST

শাজাহানপুর, 18 ডিসেম্বর :ভোটের আগে (UP Assembly Election 2021) উত্তরপ্রদেশকে উপহারের ডালিতে ভরিয়ে দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার ৷ একের পর এক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে বারবার যোগী রাজ্যে ছুটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি (PM Narendra Modi lays foundation stone of Ganga Expressway) ৷ উত্তরপ্রদেশের শাজাহানপুর জেলায় প্রস্তাবিত এই সড়কের দৈর্ঘ্য হবে 594 কিলোমিটার ৷ মীরাটের বিজৌলি গ্রামের কাছ থেকে শুরু হয়ে এই সড়ক পৌঁছে যাবে প্রয়াগরাজের জুদাপুর দান্দু গ্রাম পর্যন্ত ৷ মীরাট, হাপুর, বুলন্দশহর, আমরোহা, বাদাউন, শাহজাহানপুর, হরদোই, রায় বরেলি, প্রতাপগড় ও প্রয়াগরাজ জেলাকে জুড়বে এই এক্সপ্রেসওয়ে ৷

আরও পড়ুন :Kashi Vishwanath Corridor : কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করবেন মোদি, সেজে উঠেছে বেনারস

কাজ শেষ হলে এই রাস্তাই হবে উত্তরপ্রদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে ৷ যা রাজ্যে পূর্ব ও পশ্চিম প্রান্তকে সড়কপথে সংযুক্ত করবে ৷ ছয় লেনের এই রাস্তাটি প্রয়োজন মাফিক আট লেন পর্যন্ত বাড়ানো যাবে ৷ প্রকল্প রূপায়ণে খরচ হবে 36 হাজার 230 কোটি টাকা ৷ এই সড়কের সঙ্গে বিমান ওঠা-নামার সুবিধাযুক্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ একটি এয়ার স্ট্রিপও থাকবে ৷ জরুরি ভিত্তিতে এই এয়ার স্ট্রিপ ব্যবহার করতে পারবে বায়ুসেনা ৷ একইসঙ্গে, এক্সপ্রেসওয়ের পাশেই একটি ইনডাস্ট্রিয়াল করিডর বা পণ্য পরিবরণের রাস্তাও তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷

এদিন গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হন মোদি (Narendra Modi praises Yogi Adityanath) ৷ তাঁর দাবি, গঙ্গা এক্সপ্রেসওয়ে চালু হলে রাজ্যের ভোল পাল্টে যাবে ৷ এর ফলে কর্মসংস্থান যেমন হবে, তেমনই বাড়বে বাসিন্দাদের জীবনযাত্রার মান ৷ মোদি বলেন, ‘‘আগে উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলত ৷ রাজ্যে আইনের শাসন বলতে কিছুই ছিল না ৷ কিন্তু, গত সাড়ে চার বছরে মাফিয়া, সমাজবিরোধীদের বেআইনি কারবার গুঁড়িয়ে দিয়েছে সরকার ৷ একইসঙ্গে চলেছে উন্নয়নের কাজ ৷’’

আরও পড়ুন :Make in India: ভোটের আগে চাকা গড়াল ‘মেক ইন ইন্ডিয়া’র, উত্তরপ্রদেশে তৈরি হবে 5 লক্ষ অ্যাসল্ট রাইফেল

এর জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, ‘‘ইউপি প্লাস যোগী খুবই উপযোগী ৷’’ আগামী বছরেই বিধানসভা নির্বাচন হবে যোগী রাজ্যে ৷ উত্তরপ্রদেশে যোগীর অনুগামী যেমন আছেন, তেমনই তাঁর বিরোধিতা করার লোকেরও অভাব নেই ৷ এদিকে, চব্বিশেই রয়েছে লোকসভা নির্বাচন ৷ ভারতীয় রাজনীতিতে একটা অলিখিত তত্ত্ব বরাবর চলে এসেছে ৷ অধিকাংশ মানুষই মনে করে, উত্তরপ্রদেশ যে দলের হাতে থাকবেন, দিল্লিতে কেন্দ্রের মসনদও তাদের ইশারাতেই চলবে ৷ তাই উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির ৷ মানুষের মন পেতে তাই একের পর এক প্রকল্পের ঘোষণা ও কাজ শুরু করা হচ্ছে ৷ আর উন্নয়নের প্রতীক হিসাবে তুলে ধরা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ৷ এদিনের কর্মসূচিও সেই প্রচেষ্টারই অঙ্গ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

ABOUT THE AUTHOR

...view details