পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Azadi Ka Amrit Mahotsav: স্বাধীনতা সংগ্রামের অখ্যাত নায়কদের সম্মান, মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ - এনাডু

স্বাধীনতার 75 বছর পূর্তি (75 Years of Independence) উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করেছে এনাডু (Eenadu) পরিবারও ৷ সংস্থার এই উদ্য়োগকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

Narendra Modi praises Eenadu for giving recognition to unsung heroes of Indias Freedom Fighting during Azadi Ka Amrit Mahotsav
Azadi Ka Amrit Mahotsav: স্বাধীনতা সংগ্রামের অখ্যাত নায়কদের সম্মান, মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

By

Published : Oct 26, 2022, 3:33 PM IST

Updated : Oct 26, 2022, 6:24 PM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর: স্বাধীনতার 75 বছর পূর্তি (75 Years of Independence) উপলক্ষে দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই কর্মসূচিতে সামিল হয়েছে এনাডু (Eenadu) পরিবারও ৷ এই বিষয়ে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই বৈঠকে এনাডুর তরফে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিএইচ কিরণ, মার্গদর্শী চিট ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর সিএইচ শৈলজা এবং রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর সিএইচ বিজয়েশ্বরী ৷

সূত্রের খবর, এই বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে ৷ বৈঠকে এনাডুর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় 'দ্য ইমমর্টাল সাগা, ইন্ডিয়া'স স্ট্রাগল ফর ফ্রিডম'-এর প্রথম সংস্করণ ৷ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে এনাডুর পক্ষ থেকেই এটি প্রকাশ করা হয়েছে ৷

মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

আরও পড়ুন:ভারতীয় নোটে লক্ষ্মী, গণেশের ছবি ছাপান ! কেন্দ্রকে পরামর্শ কেজরিওয়ালের

এনাডু পরিবারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে প্রধানমন্ত্রী জানান, দেশজুড়ে যখন আদাজি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে, ঠিক তেমন একটি সময়ে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মোদি মনে করেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় সৌন্দর্য হল, এই আন্দোলনে আমভারতীয়দের স্বতঃস্ফূর্ত এবং বিপুল সংখ্যায় অংশগ্রহণ ৷

মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

মোদির আক্ষেপ, ভারতের প্রত্যেক প্রান্তেই স্বাধীনতা সংগ্রামের কোনও না-কোনও নায়ক ছিলেন ৷ কিন্তু, ইতিহাস তাঁদের মনে রাখেনি ৷ এই অবস্থায় এনাডু একেবারে তৃণমূল স্তরে পৌঁছে এইসব বীর নায়কদের বলিদানের কাহিনি তুলে এনেছে ৷ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷

একইসঙ্গে, মোদি জানিয়েছেন, ভারত সরকারও এই অখ্যাত নায়কদের যোগ্য সম্মান দিতে চায় ৷ তার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই কারণেই দেশের নানা প্রান্তে আদিবাসী সংগ্রহশালা গড়ে তোলা হচ্ছে ৷ এই বৈঠকে এনাডু গোষ্ঠীর কর্ণধার রামোজি রাওয়ের সঙ্গে তাঁর সখ্যেরও উল্লেখ করতে ভোলেননি মোদি ৷ রামোজির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে মোদির ৷ তিনি সেই স্মৃতি রোমন্থন করেছেন ৷ একইসঙ্গে, সমাজের প্রতি রামোজির দায়বদ্ধতা এবং অবদানের কথাও তুলে ধরেছেন মোদি ৷

Last Updated : Oct 26, 2022, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details