চেন্নাই, 18 এপ্রিল :পথ দুর্ঘটনায় প্রয়াত তামিলনাড়ুর টেবিল টেনিস খেলোয়াড় বিশ্ব দীনদয়ালন (Vishwa Deenadayalan Death) ৷ বছর আঠেরোর উঠতি তারকার মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ রবিবার 83তম সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন দীনদয়ালন ৷
তিন সতীর্থের সঙ্গে একটি গাড়িতে ছিলেন ওই প্যাডলার ৷ 12 চাকার একটি লরির সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয় ৷ বিশ্বকে তড়িঘড়ি নংপোহ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । অন্যান্য খেলোয়াড়েরা বর্তমানে উত্তর-পূর্ব ইন্দিরা গান্ধি ইনস্টিটিউট অফ রিজিওনাল হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন রয়েছে ।
দীনদয়ালনের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করে মোদি লিখেছেন, ‘‘মর্মান্তিক এবং দুঃখজনক । সহ-খেলোয়াড়দের প্রশংসা আদায় করে নিয়েছিলেন বিশ্ব ৷ বেশ কয়েকটি প্রতিযোগিতায় নিজের জাত চিনিয়েছিলেন এই প্যাডলার ৷ এই সময়ে আমার প্রার্থনা তাঁর পরিবার এবং বন্ধুদের সঙ্গে রয়েছে ।’’ প্রতিশ্রুতিমান প্যাডলারের অকালমৃত্যুতে টুইট করেছেন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও ৷ এদিন তামিলনাড়ু বিধানসভায় স্পিকার আপ্পাভু বিশ্ব দীনদয়ালনের মৃত্যুতে একটি শোকপ্রস্তাব পাঠ করেন ।
সংক্ষিপ্ত ক্যারিয়ারে, বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছেন বিশ্ব ৷ প্রতিশ্রুতিমান খেলোয়াড় হিসেবে র্যাঙ্কিংয়ে দ্রুত উপরের দিকেও উঠে আসছিলেন । 27 এপ্রিল থেকে অস্ট্রিয়ার লিনজে শুরু হতে চলা আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল তাঁর ৷ লয়োলা কলেজে অধ্যয়নরত বিশ্ব এই বছরের জানুয়ারিতে দেরাদুন জাতীয় টুর্নামেন্টে অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয়েছিলেন ।
আরও পড়ুন : ভদ্রেশ্বরে দুর্ঘটনায় মৃত্যু ফুটবলারের