গান্ধিনগর, 4 ডিসেম্বর: আবারও মায়ের দরবারে হাজির ছেলে ! ঘটনাস্থল গুজরাতের (Gujarat) গান্ধিনগর (Gandhinagar) ৷ এখানকার রাইসান এলাকার বাসিন্দা হলেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi) ৷ রবিবার হীরাবেন মোদির বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন ছেলে নরেন্দ্র মোদি ৷ বেশ কিছুক্ষণ সময় কাটান মায়ের সঙ্গে ৷ তাঁর সঙ্গে গল্প করেন ৷ সোফায় বসে চা খান ৷ গুজরাত রাজ্য বিজেপির তরফে সেই মুহূর্তের একাধিক ছবি টুইটারে প্রকাশ করা হয় ৷ তাতে প্রধানমন্ত্রীকে তাঁর নবতিপর বৃদ্ধা মায়ের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে ৷ আর এতদিন পর ছেলেকে নাগালে পেয়ে মায়ের মুখে ধরা পড়েছে অনাবিল হাসি ৷
আরও পড়ুন:গুজরাতে দ্বিতীয় দফায় বেশি সংখ্যায় ভোটদানের আর্জি মুখ্য নির্বাচন কমিশনারের