মুম্বই, 10 মে : ‘সন্তুর’, বাদ্যযন্ত্রটির সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতাদের প্রেমে ফেলার অন্যতম হোতা শিবকুমার শর্মা ৷ জম্মুতে জন্ম, মুম্বইয়ে এসে শুরু সুরের সাধনা ৷ এদিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী ৷ মৃত্যকালে বয়স হয়েছিল 84 বছর (PM Narendra Modi and CM Mamata Banerjee mourn the loss of Shivkumar Sharma)।
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোকবার্তা এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও ৷ নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, ‘‘পণ্ডিত শিবকুমার শর্মাজির মৃত্যু সাংস্কৃতিক জগতের জন্য বড় ক্ষতি । তিনি সন্তুরকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছিলেন। তাঁর সৃষ্টি আগামী প্রজন্মকে মুগ্ধ করবে । আমি তাঁর সঙ্গে আমার আলাপচারিতার স্মৃতিচারণ করছি ৷ তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই ৷ ওম শান্তি ।’’
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুরকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছিলেন । তাঁর মৃত্যু সঙ্গীত জগতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷’’