নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথাগত কারিগর এবং শিল্পীদের সুবিধে প্রদানের লক্ষ্যে রবিবার এই প্রকল্প চালু করেন তিনি ৷ প্রধানমন্ত্রী মোদি আজ তাঁর জন্মদিনে দ্বারকায় যশোভূমি নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইআইসিসি) 5,400 কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করেন নমো ৷ তিনি সেন্টারে কারিগর এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময়ও করেন ।
প্রধানমন্ত্রী মোদি আজ তাঁর ভাষণে বলেন যে, কারিগরদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের সময় তাঁরা প্রতিদিন 500 টাকা স্টাইপেন্ড পাবেন । মোদি শিল্পীদের বলেন, "যে বন্ধুরা হাজার বছর ধরে ভারতের সমৃদ্ধির মূলে রয়েছেন, তাঁরাই আমাদের বিশ্বকর্মা ৷ দেবতা বিশ্বকর্মার আশীর্বাদে 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা' আজ শুরু হচ্ছে ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা লক্ষ লক্ষ পরিবারের জন্য আশার একটি নতুন রশ্মি হিসাবে এসেছে যারা হাতের দক্ষতা এবং সরঞ্জাম দিয়ে ঐতিহ্যগতভাবে কাজ করে চলেছে ।"
জিএসটি নিবন্ধিত দোকানগুলি থেকে শুধুমাত্র ভারতে তৈরি পণ্যের টুলকিট কেনার জন্য শিল্পীদের কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পকে 13,000 কোটি টাকা ব্যয়-সহ কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অর্থায়ন করবে । শিল্পীদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং আইডি কার্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে, মৌলিক এবং উন্নত প্রশিক্ষণের সঙ্গে দক্ষতার আপগ্রেডেশন করা হবে, 15,000 টাকার টুলকিট ইনসেনটিভ দেওয়া হবে, 1 লাখ টাকা (প্রথম ধাপ) এবং 2 লাখ টাকা (দ্বিতীয় ধাপ) পর্যন্ত জামানত-মুক্ত ঋণ সহায়তা প্রদান করা হবে । 5 শতাংশ সুদের হারে ডিজিটাল লেনদেনের জন্য বিপণন সহায়তা দেওয়া হবে ৷