হৃষিকেশ, 7 অক্টোবর : পশ্চিমবঙ্গে একুশে বিধানসভা নির্বাচনের আগে 'ডাবল ইঞ্জিন' সরকারের উপর জোর দিয়েছিল বিজেপি ৷ নির্বাচনী প্রচারে এসে বিভিন্ন জনসভায় একথা বারবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু এরাজ্যের মানুষ মোদির কথায় বিশ্বাস করেননি ৷ বরং তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যারের সরকারে হ্যাটট্রিক করিয়েছেন ৷ তবে এখনও 'ডাবল ইঞ্জিন' সরকারের তত্ত্ব থেকে সরে আসেননি মোদি ৷ বৃহস্পতিবার ঋষিকেশে অনুষ্ঠানে উত্তরাখণ্ডের 'ডাবল ইঞ্জিন' সরকারের উন্নতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷
এদিন ঋষিকেশের এইমসে ৩৫টি অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন মোদি। কোভিড-19 মোকাবিলায় পিএম কেয়ারস ফান্ডের অধীনে 35টি রাজ্য ও সব কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেন প্লান্ট উদ্বোধনের কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এদিন সেই পিএম কেয়ারস ফান্ডের অধীনে ঋষিকেশে অক্সিজেন প্লান্টের উদ্বোধন করে উত্তরাখণ্ডে 'ডাবল ইঞ্জিন' সরকারের উন্নতির ঢালাও প্রশংসা করে মোদি জানান, উত্তরাখণ্ডের উন্নতিতে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করেছে ৷ এই 'ডাবল ইঞ্জিন' সরকার অগ্রগতিতে আরও এগিয়ে নিয়ে যাবে ৷
পাশাপাশি দেশের করোনা প্রসঙ্গে মোদি বলেন, "এত অল্প সময়ে কীভাবে এই পদক্ষেপ করা যায়, তা ভারত দেখিয়ে দিয়েছে ৷ একটি টেস্টিং ল্যাব থেকে ৩ হাজার টেস্টিং ল্যাব, মাস্ক ও কিট আমদানিকারী থেকে দ্রুত রপ্তানিকারী দেশ হয়ে উঠেছে ৷ সেই সঙ্গে কোউইন প্ল্যাটফর্ম তৈরি করে কীভাবে বিপুল পরিমাণে টিকাকরণ করা সম্ভব সেই পথও দেখিয়েছে ভারত ।’’