পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জ়াইডাস ক্যাডিলার কাজের প্রশংসা প্রধানমন্ত্রীর

আহমেদাবাদের 20 কিলোমিটার দূরে ছাঙ্গোদার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জ়াইডাস ক্যাডিলা রিসার্চ সেন্টার। এদিন সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদি ৷

By

Published : Nov 28, 2020, 2:04 PM IST

Updated : Nov 28, 2020, 3:50 PM IST

Zydus Cadila research centre
নরেন্দ্র মোদি

আহমেদাবাদ, 28 নভেম্বর : কোরোনা ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখতে আজ দেশের তিন শহর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই আহমেদাবাদের জ়াইডাস ক্যাডিলা সংস্থার কার্যালয়ে কোরোনার ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেছেন তিনি। সেখানে প্রায় 1ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রী ৷ খতিয়ে দেখেন ভ্যাকসিন তৈরির কাজ ৷ এরপর জ়াইডাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন ৷

আহমেদাবাদের 20 কিলোমিটার দূরে ছাঙ্গোদার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জ়াইডাস ক্যাডিলা রিসার্চ সেন্টার। এদিন সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদি ৷ সেখানে PPE কিট ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেন ৷ সংস্থার এগজ়িকিউটিভ ও প্রোমোটারদের সঙ্গে কথা বলেন। ভ্যাকসিন তৈরির সামগ্রিক কাজ খতিয়ে দেখার পর সেখান থেকে তিনি হায়দরাবাদের উদ্দেশে উড়ে যান।

আহমেদাবাদের সফর শেষে জা়ইডাসের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারে লেখেন, " জ়াইডাস ক্যাডিলার DNA নির্ভর ভ্যাকসিনের কাজ খতিয়ে দেখতে আহমেদাবাদের জ়াইডাস বায়োটেক পার্ক পরিদর্শন করলাম। ওই টিমের কাজ প্রশংসাযোগ্য। ভারত সরকার তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।"

অগাস্ট মাসে আহমেদাবাদের জ়াইডাস কম্পানির তরফে জানানো হয়েছিল , কোভিড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে । এখন তারা দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে প্রবেশ করেছে ।

আহমেদাবাদের পর তিনি হায়দরাবাদের ভারত বায়োটেকে যান ৷ ভ্যাকসিনের ফেজ 3-র ট্রায়াল চলছে ভারত বায়োটেকে ৷ এরপরে তিনি যাবেন পুনের সেরাম ইস্টিটিউটে ৷

Last Updated : Nov 28, 2020, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details