পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi Inspecting Development Works : কাশীতে উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখলেন মোদি, গেলেন বারাণসী স্টেশনে - Narendra Modi Inspecting Development Works

কাশীর উন্নয়নমূলক কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Inspecting Development Works) ৷ গঙ্গাবক্ষে বসে কাশী বিশ্বনাথ ঘাটের লেজার শো দেখার পর কাশীর রাস্তায় ঘুরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷ নিরাপত্তার বেষ্টনীতে কাশীর প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পগুলি ঘুরে দেখেন ৷ সেই সঙ্গে রাতে বারাণসী স্টেশনে যান ৷ বারাণসী স্টেশনের (Narendra Modi visits Banaras station) আধুনিকীকরণের কাজও ঘুরে দেখেন মোদি ৷

Narendra Modi Inspecting Development Works
Narendra Modi Inspecting Development Works

By

Published : Dec 14, 2021, 12:19 PM IST

বারাণসী, 14 ডিসেম্বর : সোমবার বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে উদ্বোধনকে ঘিরে দিনভর একাধিক কর্মসূচি ছিল ৷ সেইমতো রাতে কাশীর গুরুত্বপূর্ণ উন্নয়নের কাজগুলি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী (Narendra Modi Inspecting Development Works) ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ ওই দিন বারাণসী রেল স্টেশনের আধুনিকীকরণের কাজও সরেজমিনে খতিয়ে দেখেন মোদি ৷

সোমবার সন্ধ্যায় কাশী বিশ্বনাথের ঘাটের লেজার শো অনুষ্ঠান দেখার পর, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার পরেই কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে কাশীতে চলা উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখেন তিনি ৷ নিরাপত্তার বেষ্টনীর মধ্যে হেঁটে বিশ্বনাথ মন্দির সংলগ্ন এলাকার উন্নয়নমূলক কাজগুলি খতি দেখেন ৷ কাশী বিশ্বনাথ মিউজিয়াম সহ বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি ৷ টুইটারে সেই ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, ‘‘কাশীর গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলি ঘুরে দেখলাম ৷ ধর্মীয় শহরটিতে যথাসম্ভব উন্নত পরিকাঠামো গড়ে তোলা আমাদের লক্ষ্য ৷’’

আরও পড়ুন : Modi witnesses Ganga Aarti : শিব দীপোৎসবে লেজ়ার শো, গঙ্গা আরতিতে সন্ধে কাটল প্রধানমন্ত্রীর

সোমবার রাতে বারাণসী রেল স্টেশনের আধুনিকীকরণের কাজও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী (Narendra Modi visits Banaras station) ৷ যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে বারাণসী স্টেশনের নতুন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন তিনি ৷ স্টেশনের ভিআইপি লাউঞ্জ, যাত্রী প্রতিক্ষালয় সব জায়গার ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি ৷ সেই ছবিও টুইট করেছেন মোদি ৷ সঙ্গে লিখেছেন, ‘‘পরবর্তী গন্তব্য... বারাণসী স্টেশন ৷ রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করা এবং সেই সঙ্গে স্বচ্ছ, আধুনিক এবং যাত্রীদের জন্য স্বচ্ছন্দ এমন রেলওয়ে স্টেশন তৈরি করা ৷’’

আরও পড়ুন : Narendra Modi at Kashi Vishwanath Temple: গঙ্গা স্নান থেকে নির্মাণকর্মীদের পাশে বসে খাওয়া, বারাণসীতে অন্য মোদি

সোমবার সকালে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী ৷ কালভৈরব মন্দিরে পুজো দিয়ে গঙ্গাবক্ষে বিলাস বহুল লঞ্চে করে কাশী বিশ্বনাথ মন্দিরে যান ৷ সেখানে গেরুয়া বসন পরে গঙ্গায় স্নান এবং পুজো করেন ৷ এর পর ঘটে করে আনা গঙ্গার জল দিয়ে কাশী বিশ্বনাথের পুজো করেন তিনি ৷ সবশেষে বারাণসীর নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিনের বেলার কর্মসূচি শেষ করেন মোদি ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details