পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: আমার কোনও 'অওকাত'ই নেই ! কংগ্রেসকে কড়া জবাব মোদির - গুজরাত

"আমার তো কোনও 'অওকাত'ই নেই ৷" গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচার কর্মসূচিতে (Election Campaign) যোগ দিয়ে একথা কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ?

Narendra Modi hits back Congress during an Election Rally in Gujarat
Narendra Modi: আমার কোনও 'অওকাত'ই নেই ! কংগ্রেসকে কড়া জবাব মোদির

By

Published : Nov 21, 2022, 8:10 PM IST

সুরেন্দ্রনগর (গুজরাত), 21 নভেম্বর: আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচার কর্মসূচিতে (Election Campaign) যোগ দিয়ে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে (Congress) আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর অভিযোগ, কংগ্রেসের নেতারা মাঝেমধ্যেই তাঁর 'অওকাত' (Status) নিয়ে প্রশ্ন তোলেন ৷ এর জবাবে মোদি কংগ্রেসকে মুখোমুখি চ্য়ালেঞ্জ করেন ৷ তাঁর বার্তা, কংগ্রেসের যদি 'অওকাত' বা ক্ষমতা থাকে, তাহলে তারা উন্নয়ন ইস্যুতে বিজেপি-এর সঙ্গে সম্মুখ সংঘাত (বিতর্ক) করে দেখাক ৷ এদিন মোদি বলেন, "ওঁরা (কংগ্রেস) মাঝেমধ্যেই বলেন, মোদিকে ওঁর 'অওকাত' বুঝিয়ে দেব ৷ আমাকে ওঁরা অনেক নামে সম্বোধন করেন ৷ কিন্তু, আমার তো কোনও 'অওকাত'ই নেই !"

এরপরই নাম না করে সরাসরি গান্ধি পরিবারকে নিশানা করেন মোদি ৷ গান্ধি পরিবারকে 'রাজ পরিবার' বলে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "আপনারা রাজ পরিবারের সদস্য ৷ আমার জন্ম সাধারণ পরিবারে ৷ তাতে আমার কোনও সমস্যা নেই ৷ আমি একজন সেবক এবং এমন একজন সেবক, যাঁর সামান্য কিছু করণীয় রয়েছে ৷ আপনারা আমাকে কুৎসিত, ছোট জাত, মৃত্যুর দালাল, নোংরা নর্দমার কীট বলতে পারেন ৷ আর এখন তো আমার 'অওকাত' নিয়ে কথা বলছেন ৷"

আরও পড়ুন:সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদি, সৌরাষ্ট্রে আজ তাঁর চারটি জনসভা

এরপরই উন্নয়ন ইস্যুতে কংগ্রেসকে বিদ্ধ করার চেষ্টা করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, "আমার কোনও 'অওকাত' নেই ৷ তার থেকে বরং উন্নয়ন নিয়ে আলোচনা করি চলুন এবং গুজরাতকে আরও উন্নত করে তুলি ৷ ময়দানে আসুন ৷ আসুন, মুখোমুখি এ নিয়ে কথা হোক ৷" এদিন গুজরাতের (Gujarat) সুরেন্দ্রনগরের (Surendranagar) দুধরেজ (Dudhrej) এলাকায় নির্বাচনী জনসভা (Election Rally) করেন নরেন্দ্র মোদি ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকেই এভাবে কংগ্রেসকে নিশানা করেন তিনি ৷

এদিকে, 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) নিয়ে ব্যস্ত রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ ভারত জোড়ো যাত্রায় তাঁর সঙ্গে বহু বিশিষ্ট ব্যক্তি পা মিলিয়েছেন ৷ তাঁদের মধ্যে মেধা পটকর (Medha Patkar) অন্যতম ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, কংগ্রেসের নেতারা এমন সব মানুষের কাঁধে ভর করে ঘুরে বেড়াচ্ছেন, যাঁরা গুজরাতকে পিপাসার্ত করেছেন ৷ উল্লেখ্য, কংগ্রেসের দাবি তাদের 'ভারত জোড়ো যাত্রা' চূড়ান্তভাবে সফল হয়েছে ৷ আর তাতেই ভয় পেয়েছে গেরুয়া শিবির ! সেই কারণেই কংগ্রেসের এই কর্মসূচিকে নিশানা করছে বিজেপি !

কংগ্রেসের এই দাবি কতটা সত্যি, তার উত্তর কংগ্রেস আর বিজেপি-ই দিতে পারবে ৷ তবে, ভারত জোড়ো যাত্রা য়ে বিজেপি-এর নজর কেড়েছে, তার প্রমাণ ইতিমধ্যেই মিলতে শুরু করেছে ৷ তা না হলে অমিত শাহ, নরেন্দ্র মোদির মতো হেভিওয়েটরা কংগ্রেসের এই কর্মসূচি নিয়ে মুখ খুলতেন না ৷

ABOUT THE AUTHOR

...view details