পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G-20 বৈঠকে প্রধানমন্ত্রী, নজর জলবায়ু পরিবর্তন মোকাবিলায়

ভারত যে বর্তমানে আগের থেকে অনেক বেশি পরিবেশ সচেতন হয়ে উঠেছে সেই বার্তাও আজ উঠে আসে তাঁর বার্তায় । বললেন, "ভারত কম কার্বন উৎপাদনের পদ্ধতি গ্রহণ করেছে এবং জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়নে পদ্ধতি অনুসরণ করছে ।"

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Nov 22, 2020, 11:03 PM IST

দিল্লি ও রিয়াধ, 22 নভেম্বর : জলবায়ু পরিবর্তনের বিষয়টি কোনও দেশ একা নয়, সকলকে একসঙ্গে মিলে সমাধান করতে হবে । G-20 বৈঠকে আজ এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি বিশ্বের প্রগতি নিয়েও নিজের মত জানালেন তিনি । বললেন, "যদি উন্নয়নশীল দেশগুলি প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেক যথাযথ সাহায্য পায়, তাহলে গোটা বিশ্বের দ্রুত প্রগতি হবে ।"

"পৃথিবীকে রক্ষা" করার বিষয় নিয়ে আজ G-20 বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী । বৈঠকে তিনি বলেন, "ভারত কেবল প্যারিস চুক্তির লক্ষ্যগুলিই পূরণ করছে তা নয়, বরং সেগুলিকেও ছাপিয়ে যাচ্ছে ।"

ভারত যে বর্তমানে আগের থেকে অনেক বেশি পরিবেশ সচেতন হয়ে উঠেছে সেই বার্তাও আজ উঠে আসে তাঁর বার্তায় । প্রধানমন্ত্রী বলেন, "পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রচলিত নীতি থেকে অনুপ্রাণিত হয়ে ভারত কম কার্বন উৎপাদনের পদ্ধতি গ্রহণ করেছে এবং জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়নে পদ্ধতি অনুসরণ করছে । যদি উন্নয়নশীল দেশগুলি প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেক যথাযথ সাহায্য পায়, তাহলে গোটা বিশ্বের দ্রুত প্রগতি হবে ।"

প্রধানমন্ত্রী বলেন, "মানবিকতার উন্নতি করার জন্য প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই সমৃদ্ধ হতে হবে । শ্রমকে একমাত্র উৎপাদনের উপাদান হিসাবে দেখার পরিবর্তে প্রত্যেক শ্রমিকের মানবিক মর্যাদার দিকে নজর দেওয়া উচিৎ ।"

ABOUT THE AUTHOR

...view details