গান্ধিনগর, 30 সেপ্টেম্বর: গান্ধিনগর-মুম্বই (Gandhinagar-Mumbai) রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করলেন (Flags Off) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার সকাল 10টা 30 মিনিটে গুজরাতের (Gujarat) গান্ধিনগর ক্যাপিট্যাল (Gandhinagar Capital) রেলস্টেশন থেকে ছাড়ে এই রুটের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷ কর্তৃপক্ষের দাবি, এই ট্রেনের সফর গুণমানে বিমান সফরের সমতুল্য হবে ৷ সেইসঙ্গে, ট্রেনে সফররত যাত্রী সেরা মানের পরিষেবা এবং নিরাপত্তাও পাবেন ৷ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই অত্যাধুনিক এই দূরপাল্লার ট্রেনে কবচ প্রযুক্তি (Kavach technology) ব্যবহার করা হয়েছে ৷ এটি আদতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি 'ট্রেন কলিশন অ্যাভয়ড্য়ান্স সিস্টেম' (Train Collision Avoidance System) ৷ এটি এমন একটি ব্যবস্থাপনা, যা ট্রেনকে যেকোনও সংঘর্ষ থেকে রক্ষা করবে ৷ ফলে ট্রেনের ভিতরে থাকা যাত্রী ও কর্মীরা নিরাপদ থাকবেন ৷
এদিন বন্দে ভারতের যাত্রা শুরু হওয়ার পরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ নিয়ে টুইট করা হয় ৷ তাতে জানানো হয়, "বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ার হয়ে গুজরাতের গান্ধিনগর থেকে আহমেদাবাদ পর্যন্ত গিয়েছেন মোদি ৷ এই সফরে তাঁর সহযাত্রী ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ ৷ যেমন ছিলেন রেলকর্মীদের পরিবারের সদস্য, মহিলা উদ্যোগপতি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ৷" এই টুইটের সঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের সফরের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে ৷ সেই ছবিতে মোদিকে তাঁর সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে ৷