পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vande Bharat Express: গান্ধিনগর-মুম্বই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে ট্রেনে সওয়ার মোদি - বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে

উৎসবের আবহেই শুক্রবার গান্ধিনগর-মুম্বই (Gandhinagar-Mumbai) রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করলেন (Flags Off) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ গুজরাতের (Gujarat) গান্ধিনগর ক্যাপিট্যাল (Gandhinagar Capital) রেলস্টেশন থেকে ট্রেন ছাড়ল সকাল 10টা 30 মিনিটে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 30, 2022, 12:22 PM IST

Updated : Sep 30, 2022, 2:05 PM IST

গান্ধিনগর, 30 সেপ্টেম্বর: গান্ধিনগর-মুম্বই (Gandhinagar-Mumbai) রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করলেন (Flags Off) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার সকাল 10টা 30 মিনিটে গুজরাতের (Gujarat) গান্ধিনগর ক্যাপিট্যাল (Gandhinagar Capital) রেলস্টেশন থেকে ছাড়ে এই রুটের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷ কর্তৃপক্ষের দাবি, এই ট্রেনের সফর গুণমানে বিমান সফরের সমতুল্য হবে ৷ সেইসঙ্গে, ট্রেনে সফররত যাত্রী সেরা মানের পরিষেবা এবং নিরাপত্তাও পাবেন ৷ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই অত্যাধুনিক এই দূরপাল্লার ট্রেনে কবচ প্রযুক্তি (Kavach technology) ব্যবহার করা হয়েছে ৷ এটি আদতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি 'ট্রেন কলিশন অ্যাভয়ড্য়ান্স সিস্টেম' (Train Collision Avoidance System) ৷ এটি এমন একটি ব্যবস্থাপনা, যা ট্রেনকে যেকোনও সংঘর্ষ থেকে রক্ষা করবে ৷ ফলে ট্রেনের ভিতরে থাকা যাত্রী ও কর্মীরা নিরাপদ থাকবেন ৷

এদিন বন্দে ভারতের যাত্রা শুরু হওয়ার পরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ নিয়ে টুইট করা হয় ৷ তাতে জানানো হয়, "বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ার হয়ে গুজরাতের গান্ধিনগর থেকে আহমেদাবাদ পর্যন্ত গিয়েছেন মোদি ৷ এই সফরে তাঁর সহযাত্রী ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ ৷ যেমন ছিলেন রেলকর্মীদের পরিবারের সদস্য, মহিলা উদ্যোগপতি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ৷" এই টুইটের সঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের সফরের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে ৷ সেই ছবিতে মোদিকে তাঁর সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন:আগামী তিন বছরে 400টি নতুন বন্দে ভারত ট্রেন

এই অত্যাধুনিক ট্রেন মহারাষ্ট্র এবং গুজরাতের দুই রাজধানীকে জুড়বে ৷ প্রসঙ্গত, এটি ভারতের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ৷ সবথেকে প্রথমে দিল্লি-বারাণসী রুটে এই ট্রেন চলাচল শুরু হয়েছিল ৷ দ্বিতীয় দফায় বন্দে ভারতের সফর শুরু হয় নয়াদিল্লি থেকে বৈষ্ণো দেবী পর্যন্ত ৷ শুক্রবার রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "এই ট্রেনের সফরে যাত্রীরা বিশ্বমানের আরাম এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন ৷ ট্রেনের প্রত্যেকটি কোচই বাতানুকূল ৷ রয়েছে অত্যাধুনিক নানা পরিকাঠামো ৷ যেমন- স্বয়ংক্রিয় দরজা, যা পাশাপাশি খুলবে ৷ যাত্রীদের পড়ার সুবিধার জন্য থাকছে বিশেষ আলো ৷ থাকছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, বিমানের মতোই অ্য়াটেনড্য়ান্টদের ডেকে পাঠানোর জন্য বিশেষ কলিং বাটন, বায়ো টয়লেট এবং সিসিটিভি ক্যামেরা ৷ এই ট্রেনের প্রত্যেকটি আসনই অত্যন্ত আরামদায়ক ৷"

রেলের তরফে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে আমজনতার জন্য মুম্বই সেন্ট্রাল স্টেশন-গান্ধিনগর ক্যাপিটাল স্টেশন রুটে বন্দে ভারতের পরিষেবা শুরু করা হবে ৷ রবিবার বাদে সপ্তাহের বাকি ছ'দিনই এই ট্রেন চলবে ৷ মুম্বই থেকে ট্রেন ছাড়বে সকাল 6টা 10 মিনিটে ৷ সেটি গান্ধিনগরে পৌঁছবে দুপুর 12টা 30 মিনিটে ৷ ওই একই ট্রেন গান্ধিনগর থেকে ফিরতি পথে যাত্রা শুরু করবে দুপুর 2টো 5 মিনিটে ৷ মুম্বই পৌঁছবে রাত 8টা 35 মিনিটে ৷

Last Updated : Sep 30, 2022, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details