নয়াদিল্লি, 25 জুন : সত্য সোনার মতোই উজ্জ্বল ৷ গতকাল সুপ্রিম কোর্ট জাকিয়া জাফরির গুজরাত হতাকাণ্ডে পুনর্তদন্তের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এতে আরও একবার ক্লিনচিট পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সে প্রসঙ্গে নির্দোষ তৎকালীন গুজরাত মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনার তুলনা টানলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Narendra Modi endured false allegation over 2002 Gujarat Riots, says Amit Shah) ৷
এই রায় নিয়ে অমিত শাহ জানান, নরেন্দ্র মোদি দীর্ঘ 19 বছর ধরে এই ঘটনা নিয়ে একটি কথাও বলেননি ৷ শুধু তাই নয়, "ভগবান শিব যেমন বিষ পান করে তা গলায় ধারণ করেছিলেন", ঠিক সে ভাবে মোদিও সব সহ্য করে গিয়েছেন ৷ 2002-এর গুজরাত সংঘর্ষের ঘটনায় যাঁরা তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তাঁরা রাজনৈতিক ভাবে প্ররোচিত ৷ তাঁদের সকলের ক্ষমা চাওয়া উচিত, দাবি শাহের ৷ তিনি বলেন, "সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দিয়েছে ৷ এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আর এটা প্রমাণিত হয়েছে ৷ 19 বছর ধরে যুদ্ধে চলেছে ৷ অত বড় মাপের একজন নেতা একটা শব্দও উচ্চারণ করেননি৷ সোনার মতোই সত্যও উজ্জ্বল ৷"
স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি, গুজরাট সংঘর্ষ থামাতে এক মুহূর্তও দেরি করেনি রাজ্য সরকার ৷ তিনি বলেন, "গুজরাতে বনধ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেনাবাহিনীকে তলব করেছিলাম ৷ সেনার আসতে কিছুটা সময় লেগেছে ৷ একটা দিনও দেরি করেনি গুজরাত সরকার এবং আদালত তার প্রশংসাও করেছে ৷" প্রাক্তন পঞ্জাব ডিজিপি কেপিএস গিলও গুজরাত সরকারের পদক্ষেপকে 'তৎপর ও নিরপেক্ষ' বলে উল্লেখ করেছেন ৷ এই ঘটনায় পাল্টা 1984-র শিখ-বিরোধী সংঘর্ষের জন্য কংগ্রেসকে আক্রমণ করেন শাহ ৷