নয়াদিল্লি, 17 জানুয়ারি : বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনার তৃতীয় ঢেউ ৷ এই অবস্থায় অর্থনৈতিক গতি সচল রাখাই চ্যালেঞ্জ ৷ আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত যে সফল, বিশ্বকে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi delivers special address at World Economic Forum) বলেন, করোনার তৃতীয় ঢেউ দক্ষ হাতে সামলানোর পাশাপাশি ভারত অর্থনৈতিক দিক থেকেও তার সমৃদ্ধি বজায় রেখে চলেছে ৷ একইসঙ্গে বিশ্বের তাবড় শিল্পপতি এবং বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে মোদির বার্তা, ভারতে বিনিয়োগের এটাই সেরা সময় ৷
বিশ্ব অর্থনৈতিক ফোরামের আশা চলতি বছরেই বিশ্বজুড়ে শেষ হবে মহামারী পরিস্থিতি ৷ তবে ভাইরাসের জেরে বিশ্বজুড়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সমাধানের পথ খুঁজতেই আয়োজিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ দাভোস কর্মসূচি ৷ সেখানে এদিন ভার্চুয়াল মাধ্য়মে তাঁর ভাষণে দেশের প্রধানমন্ত্রী বলেন, এক বিশ্ব এক শরীর এই ভিশনকে সামনে রেখে ভারত বিশ্বের বিভিন্ন দেশে টিকা এবং ওষুধ সরবরাহ করে চলেছে এবং কোটি-কোটি মানুষের প্রাণ রক্ষায় শরিক হয়েছে ৷