পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদি ক্যাবিনেটে স্বল্পশিক্ষিত নিশীথ, সবথেকে বেশি মামলায় অভিযুক্ত বার্লা - জন বার্লা

33 জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । যা কিনা মোট মন্ত্রী সংখ্যার 42 শতাংশ । তাঁদের মধ্যে 24 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে । শতাংশের নিরীখে যা মোট মন্ত্রী সংখ্যার 31 শতাংশ । গুরুতর অভিযোগ বলতে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির সঙ্গে যুক্ত থাকার মামলাও রয়েছে ।

modi cabinet expansion
ছবি

By

Published : Jul 11, 2021, 8:44 AM IST

Updated : Jul 11, 2021, 12:20 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই : নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সম্প্রসারণ । 43 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ভবনে । কেন্দ্রের নতুন মন্ত্রিসভায় মোদিকে নিয়ে মোট 78 জন মন্ত্রী রয়েছেন । তাঁদের মধ্যে 11 জন রয়েছেন মহিলা । যা মোট মন্ত্রী সংখ্যার 14 শতাংশ । এছাড়াও রয়েছে আরও বেশ কিছু মজাদার তথ্য । শিক্ষাগত যোগ্যতা কোন মন্ত্রীর সবথেকে বেশি ? কোন মন্ত্রী টাকার কুমির ? কার বিরুদ্ধেই বা রয়েছে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ?

সম্প্রতি এডিআর (Association for Democratic Reforms) একটি রিপোর্ট প্রকাশ করেছে । তাতে দেখা যাচ্ছে 33 জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । যা কিনা মোট মন্ত্রী সংখ্যার 42 শতাংশ । তাঁদের মধ্যে 24 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে । শতাংশের নিরীখে যা মোট মন্ত্রী সংখ্যার 31 শতাংশ । গুরুতর অভিযোগ বলতে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির সঙ্গে যুক্ত থাকার মামলাও রয়েছে ।

নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার সদস্যরা

এ তো গেল অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ । এবার আসা যাক, কে কত বড় টাকার কুমির । রিপোর্ট বলছে, মোট 78 জন কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে 70 জনই কোটিপতি । অর্থাৎ প্রায় 90 শতাংশ । এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর অনেকেই টিপ্পনি করতে শুরু করেছেন । কোটিপতি হলে কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করার পথ খুলে যায় ? নাকি মন্ত্রিসভায় জায়গা হলেই ...

সে যেমনভাবেই হোক, মোদির মন্ত্রিসভার সদস্যদের ভুরি ভুরি সম্পত্তি যে রয়েছে, তা বোঝা গেল । কিন্তু শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে মোদির মন্ত্রিসভাকে কত নম্বর দেওয়া যায় ? রিপোর্ট বলছে, 12 জন মন্ত্রী (15 শতাংশ) এমন রয়েছেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ থেকে দ্বাদশ পাশের মধ্যে । স্নাতক স্তরের ডিগ্রি বা তার বেশি কোনও শিক্ষাগত যোগ্যতা রয়েছেন 64 জন মন্ত্রীর (82 শতাংশ) ।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা সদস্যদের সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

মন্ত্রিসভার রদবদলের আগে শোনা যাচ্ছিল, মোদির নতুন ক্যাবিনেটের সদস্যদের বেশিরভাগই হবেন তরুণ প্রজন্মের । কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে, 78 জন মন্ত্রীর মধ্যে 31 বছর থেকে 50 বছর বয়সের মধ্যে রয়েছেন মাত্র 22 জন । যা কিনা মোট মন্ত্রী সংখ্যার 28 শতাংশ । আর 51 বছর থেকে 70 বছর বয়সের রয়েছেন 56 জন মন্ত্রী (72 শতাংশ ) । অর্থাৎ মোদির নতুন মন্ত্রিসভাতেও পক্ককেশীদেরই ভিড় । (এই সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া গিয়েছে, নির্বাচনের সময় নেতাদের জমা দেওয়া হলফনামা থেকে )

জন বার্লার বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ 9 টি মামলা রয়েছে

মোদির মন্ত্রিসভায় সবথেকে বেশি অপরাধের অভিযোগ

এডিআরের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের মোট 33 জন মন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । সবথেকে বেশি অভিযোগ রয়েছে যে চারজন মন্ত্রীর বিরুদ্ধে, তাঁরা প্রত্যেকেই বিজেপির সাংসদ । প্রথমেই রয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা । তাঁর বিরুদ্ধে মোট 9 টি মামলা রয়েছে । জন বার্লার পরেই রয়েছেন পশ্চিমবঙ্গের আরও এক বিজেপি সাংসদ । কোচবিহারের নিশীথ প্রামাণিক । খুনের মামলাও (ভারতীয় দণ্ডবিধির 302 ধারা) রয়েছে তাঁর বিরুদ্ধে । ভাবা যায় ! স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি রাষ্ট্রমন্ত্রী, তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ।

সবথেকে বেশি মামলায় অভিযুক্ত জন বার্লা, রয়েছেন নিশীথ প্রামাণিকও

কেন্দ্রীয় মন্ত্রিসভায় টাকার কুমির

মোদির বর্তমান মন্ত্রিসভায় 90 শতাংশ মন্ত্রীই কোটিপতি । মন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ 16 কোটি 24 লাখ টাকা । সবথেকে ধনী ? কংগ্রেস থেকে বিজেপিতে এসে মন্ত্রিত্বের পুরস্কার পাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই মুহূর্তে মোদির মন্ত্রিসভার সবথেকে ধনী । জ্যোতিরাদিত্য দল বদলের পর প্রথমে রাজ্যসভার টিকিট দেয় বিজেপি । তারপর একেবারে মোদির টিমে । এককালে তাঁর বাবা যে আসনে বসতেন, এখন সেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন জ্যোতিরাদিত্য । অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর বর্তমান সম্পত্তির পরিমাণ 379 কোটি টাকারও বেশি । দ্বিতীয় স্থানে রয়েছেন পীয়ূষ গোয়েল । তাঁর পরে রয়েছেন যথাক্রমে নারায়ণ রাণে এবং রাজীব চন্দ্রশেখর ।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বর্তমান সম্পত্তির পরিমাণ 379 কোটি টাকারও বেশি

সবথেকে কম সম্পত্তি কার ?

সবথেকে কম সম্পত্তি রয়েছে, অর্থাৎ যাঁরা কোটিপতি নন, এমন মন্ত্রীদের তালিকায় রয়েছেন আটজন । তালিকায় প্রথমেই রয়েছেন ত্রিপুরা পশ্চিমের সাংসদ প্রতিমা ভৌমিক । তাঁর মোট সম্পত্তির পরিমাণ 6 লাখ 42 হাজার 398 টাকা । অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগের পাশাপাশি এই তালিকাতেও রয়েছেন কোচবিহাররে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক । তালিকায় অষ্টম স্থানে রয়েছেন তিনি । একটুর জন্য কোটিপতির তালিকা থেকে বাদ পড়েছেন । রিপোর্ট অনুযায়ী, নিশীথের মোট সম্পত্তির পরিমাণ 96 লাখ টাকার কিছু বেশি ।

কোটিপতির তালিকায় নাম নেই যে আট মন্ত্রীর

ক্রম মন্ত্রীর নাম রাজ্য লোকসভা কেন্দ্র দল অস্থাবর সম্পত্তি (টাকা) স্থাবর সম্পত্তি (টাকা) মোট সম্পত্তি (টাকা)
1. প্রতিমা ভৌমিক ত্রিপুরা ত্রিপুরা পশ্চিম বিজেপি 2,50,398 3,92,000 6,42,398
2. জন বার্লা পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার বিজেপি 5,18,730 9,00,000 14,18,730
3. কৈলাশ চৌধুরী রাজস্থান বারমের বিজেপি 24,02,250 0 24,02,250
4. বিশ্বেশ্বর টুডু ওড়িশা ময়ূরভঞ্জ বিজেপি 17,42,000 10,00,000 27,42,000
5. ভি মুরলীধরন মহারাষ্ট্র রাজ্যসভার সদস্য বিজেপি 7,71,646 20,00,000 27,71,646
6. রামেশ্বর তেলি অসম ডিব্রুগড় বিজেপি 19,26,067 24,44,000 43,70,067
7. শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গ বনগাঁ বিজেপি 52,65,388 0 52,65,388
8. নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গ কোচবিহার বিজেপি 51,29,810 45,00,000 96,29,810

মোদির মন্ত্রীদের পড়াশোনা কতদূর ?

78 জনের মধ্যে 12 জন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ থেকে দ্বাদশ পাশের মধ্যে । স্নাতক স্তরের ডিগ্রি বা তার বেশি কোনও শিক্ষাগত যোগ্যতা রয়েছেন 64 জন মন্ত্রীর । ডিপ্লোমা রয়েছেন 2 জন । ডক্টরেট রয়েছেন 9 জন মন্ত্রী । সবথেকে কম শিক্ষাগত যোগ্যতা ? এখানেও তালিকায় রয়েছেন বাংলার থেকে জায়গা পাওয়া দুই মন্ত্রী । মোদির মন্ত্রিসভায় সবথেকে কম শিক্ষিত জন বার্লা ও নিশীথ প্রামাণিক । দু'জনেই অষ্টম পাশ । তবে এস জয়শঙ্কর, রাজীব চন্দ্রশেখর, সঞ্জীব বাল্যানের মতো মন্ত্রীরাও রয়েছে যাঁরা ডক্টরেট করেছেন ।

মোদির টিমের মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা

মোদির টিমে সবথেকে তরুণ মুখ

নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়ে লাফালাফি প্রচুর হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের আগে । কিন্তু পরে দেখা গেল, পক্ককেশীদের ভিড়ই বেশি । 31 বছর থেকে 50 বছর বয়সের মধ্যে রয়েছেন মাত্র 22 জন । মন্ত্রিসভার বর্তমান সদস্যদের মধ্যে সবথেকে কমবয়সি নিশীথ প্রামাণিক । 35 বছর বয়সি নিশীথ স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী । সঙ্গে ক্রীড়া ও যুব মন্ত্রকেরও রাষ্ট্রমন্ত্রী তিনিই । এরপরেই রয়েছেন 38 বছর বয়সি বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর । তালিকায় রয়েছেন 40 বছর বয়সি উত্তরপ্রদেশের মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল, 42 বছর বয়সি মহরাষ্ট্রের ডিন্ডোরি কেন্দ্রের সাংসদ ভারতী প্রবীণ পাওয়ার । এছাড়া 46 বছর বয়সি অনুরাগ ঠাকুরও রয়েছেন তালিকায় । তিনি বর্তমানে ক্রীড়া ও যুব মন্ত্রকের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকেরও দায়িত্ব সামলাচ্ছেন ।

স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রয়েছে খুনের মামলা
Last Updated : Jul 11, 2021, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details