পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: চিন লাগোয়া গ্রামে 'লোকালের জন্য ভোকাল' হলেন মোদি - উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড (Uttarakhand) সফরে ফের একবার 'লোকালের জন্য ভোকাল' (Vocal for Local) হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার বদ্রীনাথের (Badrinath) মানা (Mana) গ্রামে উপস্থিত হয়ে পর্যটকদের স্থানীয় পণ্য কেনার আবেদন জানালেন তিনি ৷ এই গ্রামটি ভারত-চিন সীমান্ত (India China Border) লাগোয়া এই এলাকার শেষ ভারতীয় গ্রাম ৷

Narendra Modi being Vocal for Local again at a village near India China Border
Narendra Modi: চিন লাগোয়া গ্রামে 'লোকালের জন্য ভোকাল' হলেন মোদি

By

Published : Oct 21, 2022, 7:54 PM IST

বদ্রীনাথ, 21 অক্টোবর:আবারও 'লোকালের জন্য ভোকাল' (Vocal for Local) হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার বদ্রীনাথের (Badrinath) ভাষণে তাঁর বার্তা ছিলেন সেইসব পর্যটকদের প্রতি, যাঁরা ভারতের অন্য়ান্য প্রান্ত থেকে বদ্রীনাথ-সহ উত্তরাখণ্ডের (Uttarakhand) নানা জায়গায় বেড়াতে আসেন ৷ মোদির আবেদন, পর্যটকরা বেড়াতে গিয়ে সেখানকার স্থানীয় জিনিস কেনার জন্য আরও বেশি করে অর্থ খরচ করুন ৷ এতে ওই এলাকার মানুষের সার্বিক উন্নতি হবে ৷

সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিন মোদি পৌঁছে যান বদ্রীনাথের মানা (Mana) গ্রামে ৷ এই গ্রাম সংশ্লিষ্ট এলাকায় শেষ ভারতীয় গ্রাম ৷ তারপরই রয়েছে ভারত-চিন সীমান্ত (India China Border) ৷ মানা গ্রামে উপস্থিত হয়ে মোদি তাঁর ভাষণে বলেন, "ভারতের সমস্ত পর্যটককে আমি একটি আবেদন জানাতে চাই ৷ আপনারা আপনাদের বেড়ানোর খরচের জন্য বরাদ্দ টাকার অন্তত 5 শতাংশ অংশ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় পণ্য কেনার জন্য খরচ করুন ৷" 'চিনের ঘাড়ের কাছে' গিয়ে মোদির এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:চোল ডোরা পরে সকালে কেদারনাথে পুজো দিলেন মোদি

এদিন মোদি তাঁর ভাষণে স্থানীয় গ্রামবাসীকেও বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেন ৷ তিনি বলেন, দেশের যে সমস্ত গ্রামগুলি আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত, এখন সেগুলিই ভারতের 'প্রথম গ্রাম' হিসাবে বিবেচিত হবে ৷ এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অসংখ্য জনকল্যাণমুখী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ সূত্রের দাবি, সব মিলিয়ে এদিন প্রায় 1 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছেন তিনি ৷

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন ঘোষিত হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে দু'টি রাস্তা সম্প্রসারণের কাজ ৷ এর মধ্যে একটি হল 7 নম্বর জাতীয় সড়ক ৷ যেটি মানা থেকে মানা পাস পর্যন্ত যাতায়াতের পথ ৷ এবং অন্য রাস্তাটি হল জোশিমঠ থেকে মালারি যাতায়াতের জন্য ব্যবহৃত 107বি জাতীয় সড়ক ৷ এই সড়ক দু'টি সম্প্রসারণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে ৷ যার জেরে সবথেকে বেশি লাভবান হবেন এখানকার স্থানীয় বাসিন্দারা ৷ শুধু তাই নয়, এই এলাকায় সড়ক যোগাযোগ মজবুত হওয়ার অর্থ হল, সেনাবাহিনীর পক্ষেও সীমান্ত সুরক্ষার কাজ করা আরও সহজ হবে ৷

প্রসঙ্গত, এদিনই বদ্রীনাথে দেবদর্শন করতে আসেন প্রধানমন্ত্রী ৷ এখানকার মন্দিরে পুজোও দেন তিনি ৷ কেদারনাথেও প্রার্থনা করতে দেখা যায় মোদিকে ৷

ABOUT THE AUTHOR

...view details