পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on Constitution Day : প্রজন্ম পর প্রজন্ম ধরে একটি পরিবারই পার্টি চালাচ্ছে, সংবিধান দিবসে খোঁচা প্রধানমন্ত্রীর - সংবিধান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ 26/11 ৷ একদিকে মুম্বইয়ে সন্ত্রাস হামলা, অন্যদিকে আজকের দিনে 1949 সালে সংসদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ৷ তাই আজ 'সংবিধান দিবস' ৷ আজ দেশের জন্য কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী ?

PM Modi on Constitution Day
সংবিধান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Nov 26, 2021, 1:19 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর : আজ সংবিধান দিবস (Constitution Day) ৷ এই উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে (Constitution Day Celebreation at Parliament) একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে গান্ধি-নেহেরু পরিবারকে আক্রমণ করেন ৷ এমনকি পরোক্ষে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও ঠেস দেন ৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ মোট 14টি বিরোধী দল সংসদে আয়োজিত এই অনুষ্ঠানে আসেনি ৷

সংবিধান দিবস অনুষ্ঠানেও বিরোধীদের রেয়াত করেননি প্রধানমন্ত্রী (PM Narendra Modi attacks opposition ) ৷ মোদি অভিযোগ করেন, দেশ তার লোকতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছে ৷ এখন দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী রাজনৈতিক দলগুলি 'পারিবারিক পার্টি'তে পরিণত হয়েছে ৷ তবে তাতেও তাঁর আপত্তি ছিল না, কারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়ে একই পরিবারের একাধিক সদস্য ক্ষমতায় আসতে পারে ৷ এরপরই মোদি বলেন, "পার্টি ফর দ্য ফ্যামিলি, পার্টি বাই দ্য ফ্যামিল, আর কিছু বলার দরকার আছে ? যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি পরিবারই পার্টি চালায়, তাহলে তা সুস্থ গণতন্ত্রের জন্য ভাল নয় ৷ এই চরিত্র লোকতান্ত্রিক ভাবনার বিরোধী, পরিবারবাদী ৷’’

নামোল্লেখ না করে নেহরু সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "1950 সাল থেকেই এই দিন উদযাপন করা উচিত ছিল ৷ এই দিনে সংবিধান প্রণয়ন করা হয়েছিল ৷ কিন্তু কয়েকজন তা করেনি ৷ এই দিনে আমরা যা করছি, তা ঠিক না ভুল, এটা বিচার করার জন্য পালন করা দরকার ৷" নাম না করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ঠেস দিয়ে তিনি জানান, দেশ স্বাধীন হওয়ার পর শাসক হিসেবে কর্তব্য নয়, অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ৷ কিন্তু কর্তব্যকে গুরুত্ব দিলে আপনা আপনি অধিকার পায় মানুষ ৷ এই দিনটিকে সংসদকে স্যালুট জানানোর দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ সংবিধান প্রণয়নে বাবাসাহেব আম্বেদকর ও বাকিদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি ৷ শ্রদ্ধা জানান স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধি ও অন্য স্বাধীনতা সংগ্রামীদের ৷

সংবিধান প্রসঙ্গে মোদি বলেন, "বৈচিত্রময় এই দেশকে ঐক্যবদ্ধ করে আমাদের সংবিধান ৷ অনেক বাধা পেরিয়ে এবং দেশীয় রাজ্যগুলিকে একত্র করে তারপর সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়েছিল ৷" তাঁর বক্তব্যে উঠে আসে 26/11-র মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ ৷ এদিন যে সব সাহসী জওয়ান, পুলিশকর্মীরা প্রাণ হারিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাঁদের সকলের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : 13th anniversary of 26/11 Attack : 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের

আরও পড়ুন : Noida Airport : উত্তরপ্রদেশে ভোটের আগে নয়ডা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানের সূচনায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংবিধানকে গীতার সঙ্গে তুলনা করে বলেন, "ভারতের সংবিধান গীতার আধুনিক সংস্করণের মতো ৷ এটা আমাদের দেশের জন্য কাজ করতে উৎসাহিত করে ৷ আমরা প্রত্যেকে যেন 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' গড়ার কাজে দায়বদ্ধ থাকি ৷" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind), উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Vice President M Venkaiah Naidu) প্রমুখ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details