নয়াদিল্লি, 26 নভেম্বর : আজ সংবিধান দিবস (Constitution Day) ৷ এই উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে (Constitution Day Celebreation at Parliament) একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে গান্ধি-নেহেরু পরিবারকে আক্রমণ করেন ৷ এমনকি পরোক্ষে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও ঠেস দেন ৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ মোট 14টি বিরোধী দল সংসদে আয়োজিত এই অনুষ্ঠানে আসেনি ৷
সংবিধান দিবস অনুষ্ঠানেও বিরোধীদের রেয়াত করেননি প্রধানমন্ত্রী (PM Narendra Modi attacks opposition ) ৷ মোদি অভিযোগ করেন, দেশ তার লোকতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছে ৷ এখন দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী রাজনৈতিক দলগুলি 'পারিবারিক পার্টি'তে পরিণত হয়েছে ৷ তবে তাতেও তাঁর আপত্তি ছিল না, কারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়ে একই পরিবারের একাধিক সদস্য ক্ষমতায় আসতে পারে ৷ এরপরই মোদি বলেন, "পার্টি ফর দ্য ফ্যামিলি, পার্টি বাই দ্য ফ্যামিল, আর কিছু বলার দরকার আছে ? যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি পরিবারই পার্টি চালায়, তাহলে তা সুস্থ গণতন্ত্রের জন্য ভাল নয় ৷ এই চরিত্র লোকতান্ত্রিক ভাবনার বিরোধী, পরিবারবাদী ৷’’
নামোল্লেখ না করে নেহরু সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "1950 সাল থেকেই এই দিন উদযাপন করা উচিত ছিল ৷ এই দিনে সংবিধান প্রণয়ন করা হয়েছিল ৷ কিন্তু কয়েকজন তা করেনি ৷ এই দিনে আমরা যা করছি, তা ঠিক না ভুল, এটা বিচার করার জন্য পালন করা দরকার ৷" নাম না করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ঠেস দিয়ে তিনি জানান, দেশ স্বাধীন হওয়ার পর শাসক হিসেবে কর্তব্য নয়, অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ৷ কিন্তু কর্তব্যকে গুরুত্ব দিলে আপনা আপনি অধিকার পায় মানুষ ৷ এই দিনটিকে সংসদকে স্যালুট জানানোর দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ সংবিধান প্রণয়নে বাবাসাহেব আম্বেদকর ও বাকিদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি ৷ শ্রদ্ধা জানান স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধি ও অন্য স্বাধীনতা সংগ্রামীদের ৷