আগরতলা, 13 ফেব্রুয়ারি: বামেরা আমজনতাকে তাদের ক্রীতদাস মনে করেন ৷ আর নিজেদের মনে করেন রাজা ! সোমবার ত্রিপুরার জনসভা থেকে এভাবেই বামফ্রন্টকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Tripura Rally) ৷ তাঁর অভিযোগ, বাম বা কংগ্রেস কোনও দিনই ত্রিপুরার মানুষের উন্নয়ন করবে না ৷ রাজ্যবাসীকে চিরকাল গরিব করে রাখবে তারা ! এদিন আগতরতলার বিবেকানন্দ ময়দানে জনসভা করেন নরেন্দ্র মোদি ৷ সেই সভামঞ্চ থেকে বামেদের আক্রমণ করে তিনি বলেন, "বামেরা ত্রিপুরাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গিয়েছে ৷"
এদিন মোদি তাঁর ভাষণে বলেন, "বাম জমানায় ত্রিপুরার সমস্ত সরকারি কার্যালয়, থানা এবং বাণিজ্যকেন্দ্রগুলির দখল নিয়েছিলেন বামফ্রন্টের ক্য়াডাররা ৷ তাঁরা মনে করতেন, ত্রিপুরার মানুষ তাঁদের ক্রীতদাস এবং তাঁরা সকলে রাজা ! ত্রিপুরার মানুষকে আমি একটি বিষয় মনে করিয়ে দিতে চাই ৷ তাঁদের বলতে চাই, বামফ্রন্ট এবং কংগ্রেস কোনওদিনই ত্রিপুরার উন্নতি ঘটাবে না ৷ কারণ, তারা চায় ত্রিপুরার মানুষ চিরকাল গরিব থাকুন ৷ ওদের শুধু একটিই লক্ষ্য, সেটি হল নিজেদের পকেট ভর্তি করা ! তিনদশক ধরে বামেরা ত্রিপুরায় শাসন করেছেন এবং সেই সময় প্রত্যেকটি নির্বাচনে তাঁদের হাতে বিরোধী রাজনৈতিক দলের নেতা, কর্মীরা খুন হয়েছেন ৷"