পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Reaches Denmark : জার্মানি সফরের সাফল্য নিয়ে টুইট, ডেনমার্ক পৌঁছলেন মোদি - সফল জার্মানি সফর শেষে ডেনমার্ক পৌঁছলেন মোদি

ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Reaches Denmark)

modi in denmark
জার্মানি সফর শেষে ডেনমার্ক পৌঁছলেন মোদি

By

Published : May 3, 2022, 4:11 PM IST

বার্লিন, 3 মার্চ : জার্মানি সফর শেষ করে মঙ্গলবার দুপুরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi arrives Denmark after concluding his Germany trip) ৷ এদিন কোপেনহেগেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ৷ বর্তমানে তিন দেশীয় ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ সফরের প্রথম পর্যায়ে সোমবার বার্লিন পৌঁছন প্রধানমন্ত্রী ৷ বৈঠক করেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে ৷ জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠকে উঠে আসে বাণিজ্য, সংস্কৃতি-সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার কথা ৷ জার্মান শিল্পপতিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারতের স্থায়ী উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের স্বার্থে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, পরিবেশবান্ধব শক্তি ক্ষেত্রে 2030 সালের মধ্যে ভারতে 10.5 বিলিয়ন মার্কিন ডলার জার্মান বিনিয়োগ আসতে পারে ৷

আরও পড়ুন :রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির

ডেনমার্ক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন সে দেশের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে ৷ অংশ নেবেন দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে ৷ এই সম্মেলনে যোগ দেবেন ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের প্রধানমন্ত্রীরা ৷

ABOUT THE AUTHOR

...view details