দিল্লি, 14 অগস্ট : রবিবার দেশ স্বাধীনের 75 বছর । আগামীকাল দেশজুড়ে পালিত হবে 75তম স্বাধীনতা দিবস । তার আগে দেশভাগের যন্ত্রণার কথা প্রকাশ পেল প্রধানমন্ত্রীর টুইটে । দেশভাগের যন্ত্রণার কথা স্মরণ করার সঙ্গে তিনি আরও একটি বড় ঘোষণা করেন । জানান, 14 অগস্ট 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস' হিসাবে পালন করা হবে ।
আজ সকালে দুটি টুইট করেন মোদি । লেখেন, "দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয় । হিংসা ও বিদ্বেষের জন্য আমাদের ভাই ও বোনেদের ঘর ছাড়া হতে হয়েছে । সেইসব মানুষগুলির বলিদানের কথা মাথায় রেখে 14 অগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে ।"