হায়দরাবাদ, 30 মার্চ:রামনবমীর শুভেচ্ছা জানাতে এগিয়ে মমতা ! আধ ঘণ্টার হের-ফেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পিছনে ফেলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ভোর থেকেই রামনবমীর শুভেচ্ছা জানাতে শুরু করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরা । সেই মতো দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি-মমতা এবং শাহরা। তবে সময়ের হিসেবে দেখা যাচ্ছে বাকি দু'জনকে কিছুটা হলেও পেছনে ফেলেছেন মমতা । পাশাপাশি দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে আরও অনেকে ৷
বৃহস্পতিবার সকালে টুইট করে রামনবমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ যদিও তার প্রায় আধ ঘণ্টা আগেই ফেসবুকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee) ৷ এদিন সকাল সাড়ে ছ'টা নাগাদ সোশ্য়াল মিডিয়ায় সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এরপর প্রায় সকাল প্রায় সাতটা নাগাদ কয়েক মিনিটের ব্য়বধানে একে একে টুইট করেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা (Ram Nabami Wishes From Prime Minister Narendra Modi)।