বিক্রাবাড (তেলাঙ্গানা), 16 জানুয়ারি: একজন মানুষের নামকরণ কীভাবে হয় ? তার পিছনে নানা কারণ থাকতে পারে ৷ ব্যক্তির লিঙ্গ, ধর্ম, ভাষা, জন্মস্থান ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে নামকরণ ৷ কিন্তু, তেলাঙ্গানার (Telangana) মাডানাপল্লি গ্রামের এই বিষয়ে একটি বিশেষত্ব রয়েছে (Naming Culture in Madanapalle Village) ৷ আসলে এই গ্রামের প্রত্যেকটি পরিবার কোনও না কোনওভাবে বাবা সাহেবের দরগার সঙ্গে সম্পর্কযুক্ত ৷ আর সেই কারণেই যেভাবেই হোক না কেন, গ্রামের প্রত্যেক বাসিন্দার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় 'বাবা' শব্দটি ! কেউ কেউ আবার 'বাবা'র বদলে পেয়েছেন 'বাবু' !
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, আগেকার দিনে এই গ্রামের অধিকাংশ পুরুষের নাম হত বাবায়া ! আর বেশিরভাগ মহিলার নাম হত বাবাম্মা ! কিন্তু, এখনকার প্রজন্ম তুলনামূলক আধুনিক ৷ তাই ঐতিহ্যের সঙ্গে খাপ খাওয়াতে নামকরণে কিছুটা বদল আনা হয়েছে ৷ যাতে 'বাবা'র পাশাপাশি 'বাবু' শব্দটিও ব্যবহার করা যায় ৷ কেউ কেউ আবার এমনভাবে সন্তানের নামকরণ করছেন, যাতে আর কিছু না হোক অন্তত ইংরেজি 'বি' অক্ষরটি নামের মধ্যে কোথাও একটা ঢুকিয়ে দেওয়া যায় !