শেওপুর (মধ্যপ্রদেশ), 2 এপ্রিল:রবিবাসরীয় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাকিদের পিলে চমকে দিল ওবান ! ভাবছেন তো ? ওবান আবার কে ? ওবান হল একটি চিতা ৷ সুদূর নামিবিয়া থেকে যাকে আনা হয়েছিল এই ভারতভূমে ! গতমাসে মধ্যপ্রদেশের শেওপুর জেলার অন্তর্গত কুনো জাতীয় উদ্য়ানে চারটি চিতাকে ছাড়া হয় ৷ সেই চার চারপেয়ের একটিই হল এই ওবান ৷ রবিবার সকালে সে 'হাঁটতে বেরোয়' ! হাঁটতে হাঁটতেই ছাড়িয়ে যায় জাতীয় উদ্য়ানের সীমা ! সটান পৌঁছে যায় বিজয়পুরের ঝার বরোদা গ্রামে ৷ যেখান থেকে জাতীয় উদ্যানের দূরত্ব অন্তত 20 কিলোমিটার ৷ তাকে দেখে তখন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় গ্রামবাসীর ৷ তাঁরা অবশ্য বিদেশ থেকে থাকতে আসা ওবানের সঙ্গে কোনও দুর্ব্যবহার করেননি ৷ বরং, অত্যন্ত বিনয়ের সঙ্গে ওবানকে ফিরে যেতে বলেছেন !
এদিনের এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সূত্রের দাবি, কুনো জাতীয় উদ্যানের বাইরে যে বিস্তীর্ণ চাষের জমি রয়েছে, ভিডিয়োটি সেখানকার ৷ তাতে দেখা যাচ্ছে, জমির এক পাশে দাঁড়িয়ে ইতি-উতি তাকাচ্ছে কৌতূহলী একটি চিতা ৷ আর তাকে উদ্দেশ করে স্থানীয় বাসিন্দারা বলছেন, "যাও ওবান, যাও !... দয়া করে এখান থেকে চলে যাও !"