শেওপুর (মধ্য়প্রদেশ), 23 এপ্রিল:সাশার মৃত্যুর রেশ কাটতে না-কাটতে একমাসের মধ্যে আরও এক চিতার মৃত্যু হল কুনো জাতীয় উদ্যানে। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে মোট চিতার সংখ্যা কমে হল 18 ৷ দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আনা মৃত চিতার নাম রাখা হয়েছিল উদয় ৷ কয়েকদিন ধরেই সে অসুস্থ ছিল ৷ তার চিকিৎসা চলছিল ৷ কিন্তু বাঁচানো সম্ভব হল না উদয়কে ৷ তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সকাল থেকেই উদয় নামের পুরুষ চিতাটি হাঁটাচলা করছিল না ৷ ঘাড় নিচু করে এক জায়গায় বসেছিল ৷
এদিন উদয়কে দেখতে বন্যপ্রাণী চিকিৎসকের একটি দল পৌঁছয় কুনো জাতীয় উদ্য়ানে ৷ এরপর ক্লোজড মেডিক্যাল অফিসাররা চিতাটির শারীরিক পরীক্ষা করে পরবর্তী চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখেন। কিন্তু চিকিৎসা চলাকালীন বিকেল চারটে নাগাদ উদয় আকস্মিকভাবে মারা যায় ৷ পিসিসিএফ ওয়াইল্ডলাইফ জেএস চৌহান জানিয়েছেন, কুনো অভয়ারণ্যে সমস্ত চিতার উপর বিশেষ নজরদারি করা হচ্ছে।